অধীর ( Adhir ) চৌধুরীর গাড়ির উপর হামলার চেষ্টা

অধীর ( Adhir ) চৌধুরীর গাড়ির উপর হামলার চেষ্টা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Adhir
অধীর ( Adhir ) চৌধুরীর গাড়ির উপর হামলার চেষ্টা
ছবি সংগ্রহে সাইন টিভি

 

মুর্শিদাবাদে অধীর ( Adhir ) চৌধুরীকে ঘিরে বিক্ষোভ কালো পতাকা গোব্যাক শ্লোগান গাড়ির উপর হামলার চেষ্টা তৃণমূল কর্মী সমর্থকদের । গত কয়েকদিন আগে মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার রানীনগর ২ নং ব্লকের তৃণমূল ব্লক সভাপতি শাহআলমের গাড়ির উপর বোমা মারার ঘটনায় মৃত্যু হয় গাড়ির চালকের । তার পর থেকেই ওই এলাকার কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ শুরু হয়।

 

গতকাল রাত্রে ওই এলাকায় কয়েকটি বাড়িতে ভাংচুর চালানো হয়। ঘটনার কথা রাত্রেই জানতে পারেন বিরোধী দলনেতা অধীর ( Adhir ) চৌধুরী। ঘটনার খবর পেয়েই শুক্রবার বেলা ১১ টা নাগাদ অধীর চৌধুরী রানীনগর থানার গোধনপাড়ার বাঁশবাড়ি এলাকায় আক্রান্ত কর্মীদের বাড়ি গেলে, রাস্তায় অধীর চৌধুরীর গাড়ি আটকে লাঠি ঝাঁটা নিয়ে বিক্ষোভ ও কালো পতাকা দেখায় তৃণমূল কর্মীরা।

 

পাশাপাশি অধীর চৌধুরীর উপর হামলার চেষ্টা চালায় এবং অধীর চৌধুরীর গাড়িতে লাঠি দিয়ে আঘাত করে। বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দিয়ে ঘটনাস্থল থেকে অধীর চৌধুরীকে উদ্ধার করে।

 

আর ও পড়ুন  এখন ভূতেরা ( Ghosts ) টেক্সট মেসেজ পাঠায় !

 

এই খবরের তীব্র বিরোধিতা করে কিছু কংগ্রেস নেতা জানিয়েছেন যে, তৃনমূল কখনো আক্রমণ করেনি ওরা অধীর ( Adhir ) চৌধুরী কে গান স্যালুট দিয়ে অভ্যর্থনা জানিয়েছে। কারন অধীরবাবুই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী না দেবার ঘোষণা করেছিলেন।

 

এছাড়াও কেন্দ্রীয় কংগ্রেস নেতাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চরম আদিখ্যেতাকে স্বাগত জানিয়ে তৃনমূল কয়েকশো কর্মী নিয়ে অধীর চৌধুরী কে কড়া ভাবে অভ্যর্থনা জানিয়েছে।

 

ভাষাটা কড়া মনে হলেও তৃনমূল মনে করেছে অধীর চৌধুরী যে মাপের নেতা তাকে সেই মাপের অভ্যর্থনা জানিয়েছে তারা।এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও চুপচাপ দাঁড়িয়ে এই অভ্যর্থনাকে স্বাগত জানিয়ে বুঝিয়ে দিয়েছেন এখানকার আইনশৃঙ্খলা কতটা অটুট।

 

তৃনমূল কংগ্রেস প্রমান করে দিয়েছে আইনের শাসনের থেকে শাসকের আইন এই বাংলায় কতটা প্রয়োজনীয় সেটা হাতেকলমে বুঝিয়ে দিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top