পঞ্চায়েত মামলায় আহতদের চিকিৎসার ব্যবস্থা, মৃতদের সৎকারে সাহায্য করতে রাজ্যকে নির্দেশ হাই কোর্টের। পঞ্চায়েত ভোটের দিন যাঁরা আহত হয়েছেন, তাঁদের সু-চিকিৎসার ব্যবস্থা করতে হবে রাজ্যকে। যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের আত্মীয়দের সৎকারের কাজেও সাহায্য করতে হবে। সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) করা মামলায় এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। ভোটের দিন যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদের জন্য ক্ষতিপূরণ ও অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অধীর। ভোটের দিন একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে বাংলায়। বহু মানুষ আক্রান্ত হন। ক্ষতিপূরণের দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
আদালতে অধীর বলেন, রাজীব গান্ধী বলেছিলেন, “পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে নবজাগরণ আসবে। এ রাজ্যে কি সত্যিই কোনও গণতন্ত্র আছে?” ভোটের দিন অশান্তির অভিযোগ উঠেছে, সে সম্পর্কে অধীর মন্তব্য করেছেন, ‘গণতন্ত্রের নামে প্রহসন চলছে’। তাঁর দাবি, রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনার মিলে বাংলার সাধারণ ভোটারদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন।
আরও পড়ুন – পঞ্চায়েত হিংসার নেপথ্যে বৃহত্তর চক্রান্ত,পাশাপাশি সংবাদমাধ্যমকেও কাঠগড়ায় দাঁড় ককরালেন ফিরহাদ
মামলায় অধীর উল্লেখ করেন, তাঁর জেলা অর্থাৎ মুর্শিদাবাদ সহ সব জায়গায় ভোটের দিন দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের উপর আক্রমণ করা হয়েছে। কোথায়, কার কাছে যেতে হবে, তা জানেন না আক্রান্তরা। তিনি উল্লেখ করেছেন, হাসপাতালেও যেতে পারেননি অনেকে। গত শনিবার ভোটগ্রহণ হয়েছে। সেই ভোট নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন কংগ্রেসের প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। তাঁর আর্জি ছিল, ভোটের দিন যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদের ক্ষতিপূরণ দিতে হবে ও অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে।
আরও পড়ুন – পঞ্চায়েত হিংসায় কমিশনকেই কাঠগড়ায় দাঁড় করালেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )