গোরু পাচার-কয়লা পাচারের পিছনে রয়েছেন মুখ্যমন্ত্রী মন্তব্যের অধীরের

গোরু পাচার-কয়লা পাচারের পিছনে রয়েছেন মুখ্যমন্ত্রী মন্তব্যের অধীরের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

গোরু পাচার-কয়লা পাচারের পিছনে রয়েছেন মুখ্যমন্ত্রী মন্তব্যের অধীরের , রাজ্যের গোরু পাচার, কয়লা পাচার নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এবার সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ অধীর চৌধুরী। শুক্রবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন, “গোরু পাচারে অভিষেক প্রত্যক্ষভাবে জড়িত, এটা সবাই জানি। গোরু পাচারের কিং পিনের সঙ্গে অভিষেকের সাক্ষাৎ হয়েছে প্রশান্ত মহাসাগরের এক দ্বীপে। যার নাম ভানুয়াতু। অভিষেককে দাঁত দেখাতে দুবাই, চোখ দেখাতে আমেরিকা, কান দেখাতে সিঙ্গাপুর কেন যেতে হয়?

 

 

 

 

 

কারণ কয়লা গোরু পাচারের টাকা চোরা পথে সেখানে গিয়েছে। তার হিসাব নিতে যেতে হয়। গোরু পাচারের টাকা শুধু অনুব্রত একা খাননি। রাজ্যের বড় বড় নেতা মন্ত্রীরাও খেয়েছেন। আর এর সব কিছুর পিছনে রয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী। তাঁর প্রত্যক্ষ মদত প্রশ্রয় ছাড়া, এই সমস্ত পাচার আর টাকা খাওয়া সম্ভব ছিল না”।

 

 

 

 

এছাড়াও নীতি আয়োগের বৈঠকে না যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন অধীর। বলেন, “দিল্লিতে মমতা প্রসঙ্গিকতা হারাচ্ছেন। বিরোধী জোটে মমতাকে যে গুরুত্ব দেওয়া হতো এখন তা দেওয়া হয় না”।পাশাপাশি তিনি বলেন, “নতুন সংসদ ভবন উদ্বোধনে রাষ্ট্রপতিতে না ডাকায় রাহুল গান্ধী রবিবারের উদ্বোধন অনুষ্ঠান বয়কট করেছেন।

 

 

 

 

আর রাহুল গান্ধীর পথ অনুসরণ করেই মমতাও সেই অনুষ্ঠান বয়কট করেছেন”।এরপরেই মমতাকে কটাক্ষ করে অধীর বলেন, “দিদি বিহার পর্যন্ত যাবেন।কিন্তু উনি দিল্লি যাবেন না।অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে ওনার দিদি ভাইয়ের সম্পর্ক।তাহলে ২৭ তারিখ তিনি নীতি আয়োগের মিটিংয়ে গিয়ে দিল্লিতে কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে পারতেন।কিন্তু উনি তা করলেন না।ওজনের থেকে বেশি ভোজন করে কলকাতায় বসে থাকলেন। কলকাতায় কেজরির সঙ্গে দেখা করলেন।আসলে মমতা দিদি দিল্লিতে প্রাসঙ্গিকতা হারাচ্ছেন। মোদী,BJP বিরোধী জোট হচ্ছে দিল্লিতে।কিন্তু আগে মমতাকে বিরোধী জোটে যে গুরুত্ব দেওয়া হতো এখন তা দেওয়া হয়না।

 

 

 

 

আরও পড়ুন –  ‘মমতাকে ছেড়ে রাখা হয়েছে, অভিষেককে যেন না ছাড়া হয়’, আরও কি বললেন…

 

 

 

তাই উনি দিল্লি যাচ্ছেন না।নীতি আয়োগের বৈঠকে থাকছেন না। রাহুল গান্ধীর দেখাদেখি নতুন সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠানও বয়কট করেছেন”।পাশাপাশি অধীর চৌধুরী মুর্শিদাবাদে তৃণমূল কর্মীর মৃত্যু নিয়ে বলেন,“কংগ্রেস সবসময় খুনের রাজনীতির বিরোধী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top