আফগান (Afghan) মন্ত্রী পিৎজা ডেলিভারি বয় জার্মানিতে

আফগান (Afghan) মন্ত্রী পিৎজা ডেলিভারি বয় জার্মানিতে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Afghan
আফগান ( Afghan ) মন্ত্রী পিৎজা ডেলিভারি বয় জার্মানিতে
ছবি সংগ্রহে সাইন টিভি

 

আফগান ( Afghan ) মন্ত্রী পিৎজা ডেলিভারি বয় জার্মানিতে। এমন দৃশ্য সোরগোল ফেলে দিয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। আফগানিস্তানের ( Afghan ) যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী ছিলেন  সঈদ আহমদ শাহ সাদাত। কিন্তু এখন তাঁর একটাই পরিচয় পিৎজা বয়। পিঠে ডেলিভারি বয়ের ব‍্যাগ নিয়ে ডেলিভারি করতে সাঁই সাঁই ছুটছেন তিনি। প্রাক্তন আফগান ( Afghan ) মন্ত্রীর জার্মানির লেপজিগ শহরে থেকে পিৎজা বয় হয়ে ওঠার এই কাহিনী রিল জগতের রোমাঞ্চকর কাহিনীর থেকে কম কিছু নয়।

 

আর ও পড়ুন    হাসপাতালে ভর্তি হয়েছেন সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)

 

জানা  গেছে – গত বছরের ডিসেম্বরেই প্রাক্তন আফগান প্রেসিডেন্ট গনির মন্ত্রক থেকে পদত্যাগ করেন আহমদ শাহ। কারণ অনেক। দেশের লাগাম ছাড়া দুর্নীতি ও অভাব। তাছাড়াও গনির আদর্শের সঙ্গে ছিল অমিল। ২০১৮ সাল থেকে ২০২০ পর্যন্ত আফগানিস্তানের প্রযুক্তি ও যোগাযোগমন্ত্রীর কার্যকাল।

 

আর ও পড়ুন – অসামাজিক কাজকর্মের আখড়া চাঁচলের অর্ধসমাপ্ত স্টেডিয়াম (Stadium), অভিযোগ বাসিন্দাদের

সংসারের অভাবে জার্মান কোম্পানি  লিভরান্ডোর হয়ে কাজ করেন তিনি। কিন্তু একজন এলিটের হাই সিকিউরিটি  জোনে থাকতে অভ্যস্ত মন্ত্রীর পিৎজা বয়ের ইমেজটা যেন রূপকথার গল্প। জানা গেছে, আফগান মন্ত্রী হিসাবে দায়িত্ব পাওয়ার আগে সাদাত শাহ  যোগাযোগ  ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

 

আর ও পড়ুন – শ্যামাপ্রসাদ মুখার্জীর (Shyamaprasad Mukherjee) সম্পত্তি ও আর্থিক লেনদেনের তথ্য পেতে মরিয়া তদন্তকারীরা 

বিশ্বের ১৩ দেশের ২০টি  কোম্পানিতে  যোগাযোগ বিষয়ে কাজ করেছেন তিনি । কাজ করেছেন সৌদি আরবের আরামকো ও সৌদি টেলিকমে। লন্ডনে এক বছরের জন্য তিনি আরিয়ানা টেলিকমের সিইও ছিলেন। তাই তাঁর উত্থান পতনের গ্রাফিক্স সিন্ধবাদ নাবিকের থেকে কম কিসে!

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top