
জালালাবাদে ( Afghanistan ) পুরনো পতাকা রক্ষার দাবিতে বিক্ষোভ। সূত্রের খবর, বুধবার এ বিক্ষোভ চলাকালে বন্দুকধারীর গুলিতে অন্তত দুজন নিহত হন। আহত হয়েছেন ১২ জন। এ নিয়ে সংঘাতের সুত্রপাত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে জানা যায়, জালালাবাদ শহরের রাস্তায় জড়ো হন কয়েকশ’ মানুষ। তারা আফগানিস্তানের ( Afghanistan ) পুরনো পতাকা উত্তোলনে দাবি জানান। এ সময় গুলির শব্দ শোনা যায়।কাবুল থেকে ১১৫ কিলোমিটার পূর্বে জালালাবাদ ( Afghanistan ) শহরের একটি ভবনে তালেবানের সাদাকালো পতাকা উড়তে দেখা যায়।
আর ও পড়ুন কারাগারে অনেকটা নীরবে সময় কাটচ্ছে বাংলাদেশের (Bangladesh) নায়িকা পরীমনি (Porimoni)
বুধবার সকালে ওই পতাকা সরিয়ে প্রাক্তন আফগান ( Afghanistan ) সরকারের কালো, লাল ও সবুজ রঙের পতাকা উত্তোলন করেন স্থানীয় কয়েক জন। সূত্রের খবর অনুযায়ী, নানগারহার প্রদেশের জালালাবাদ শহরের নিয়ন্ত্রণ তালেবান গ্রহণ করে গত রোববার সকালের দিকে। বিনা লড়াইয়ে শহরটি দখল করে তারা। এর মধ্যে দিয়ে তালেবান, আফগানিস্তান (Afghanistan) ও পাকিস্তান সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কগুলোরও নিয়ন্ত্রণ নেয়। কিন্তু আজ এক ভিডিওতে ওই এলাকার একদল মানুষকে আফগানিস্তানের পুরনো পতাকা হাতে নিয়ে মিছিল করে যেতে দেখা গেছে। মিছিলের জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি ছোঁড়া হয়েছে বলে খবর এসেছে।
আর ও পড়ুন কারাগারে অনেকটা নীরবে সময় কাটচ্ছে বাংলাদেশের (Bangladesh) নায়িকা পরীমনি (Porimoni)
জালালাবাদ থেকে তোলা ওই ভিডিও ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীরা তালেবানের পতাকা সরিয়ে সেখানে আফগানিস্তানের পুরনো পতাকা তুলছে এবং আশপাশে সমবেত জনতা সেদিকে তাকিয়ে হর্ষধ্বনি করছে। তালেবান নতুন ঘোষিত ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের (Afghanistan) জন্য এখন পর্যন্ত যে পতাকাটি ব্যবহার করছে, তাতে সাদার ওপর কালো হরফে কালেমা শাহাদাত লেখা আছে। বিক্ষোভকারীরা কালো, লাল এবং সবুজের যে তিন রঙা পতাকা আজ মিছিলে ব্যবহার করেছে, সেটি ক্ষমতাচ্যুত সরকারের প্রতিনিধিত্ব করে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন যে, ভবিষ্যতে দেশটির জাতীয় পতাকা কোনটি হবে তা নিয়ে এখন আলোচনা চলছে।