‘গরু আলিঙ্গন দিবস’ নিয়ে বিজ্ঞপ্তি প্রত্যাহারের পর এবার মুখ খুললেন দিলীপ ঘোষ ,পশুসম্পদ মন্ত্রকের অধীনে প্রাণীকল্যাণ পর্ষদ। যে মন্ত্রকের মাথায় রয়েছেন বিজেপি নেতা পুরুষোত্তম রূপালা। কেন্দ্রের প্রাণীকল্যাণ পর্ষদ (Animal Welfare Board of India) ১৪ ফেব্রুয়ারিকে গো আলিঙ্গন দিবস (Cow Hug Day) হিসাবে পালনের নির্দেশ দিয়েছিল। ভ্যালেন্টাইন’স ডেতে গরুকে জড়িয়ে ধরার কথা বলা হয়েছিল সেখানে। এই নির্দেশকে ঘিরে দানা বাঁধে বিতর্ক। যদিও বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ তাতে কোনও ভুল খুঁজে পাননি। বরং তাঁর মনে হয়েছিল, ভ্যালেন্টাইন’স ডে’র নামে বিভিন্ন জায়গা ‘বেলেল্লাপনা’ চলে। তার থেকে গরুকে জড়িয়ে ধরা অনেক ভাল। যদিও সেই বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রত্যাহার করে নিয়েছে প্রাণীকল্যাণ পর্ষদ। তবে বিজ্ঞপ্তি প্রত্যাহার হলেও রাজনৈতিক তরজা থামেনি। দিলীপ ঘোষ শনিবার এই বিজ্ঞপ্তি প্রত্যাহার সম্পর্কে বলেন, “জানি না কেন করেছিল। হয়ত পরীক্ষামূলক ভাবে দেখতে চেয়েছিল, কী পরিস্থিতি হয়। এগুলি নিয়ে কথাবার্তা বলা উচিত। যেখানে অনুকূল অবস্থা, সেখানে হওয়া উচিত। আমাদের দেশে সব কিছু নিয়েই বিতর্ক হয়। অনেকেরই প্রথমে মেনে নিতে অসুবিধা হয়।”
যদিও এর পাল্টা তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “ওরা হয়ত বুঝতে পারছে এটা নিয়ে লোকে হাসাহাসি করছে। তারপর সেটা প্রত্যাহার করে নিয়েছে। ওরা তো গরু নিয়েই আছে। মানুষকে তো ভুলেই গিয়েছে। আমরাও গো-সম্পদের উন্নয়ন চাই। কিন্তু গরু নিয়ে এই পাগলামি আমরা সমর্থন করি না।”
আরও পড়ুন – কোয়েস্ট মলের পিছনের আবাসনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন
পশুসম্পদ মন্ত্রকের অধীনে প্রাণীকল্যাণ পর্ষদ। যে মন্ত্রকের মাথায় রয়েছেন বিজেপি নেতা পুরুষোত্তম রূপালা। এর আগে যে বিজ্ঞপ্তি জারি হয় সেখানে বলা হয়েছিল, গরুকে আলিঙ্গন করা ‘ভারতীয় সংস্কৃতি এবং গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড। শুক্রবার প্রাণীকল্যাণ পর্ষদ তাদের বিবৃতিতে জানায়, ‘মৎস্য, পশু মন্ত্রণালয়ের নির্দেশেই ১৪ ফেব্রুয়ারি গরু আলিঙ্গন দিবস হিসাবে উদযাপন না করার নির্দেশিকা জারি করা হল।’ কিন্তু কেন এই মত বদল? তা অবশ্য স্পষ্ট করেনি কেউ। তবে ওয়াকিবহাল মহল বলছে, কেন্দ্রের এই সিদ্ধান্তে যেমন সমালোচনা হয়, একইভাবে হাসাহাসিও শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় ট্রোলও কম হয়নি। বিড়ম্বনার মুখে পড়েই এই বিজ্ঞপ্তি প্রত্যাহার বলে মত তৃণমূলের।
(সব খবর , ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং youtube )