Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
বর্তমানে রমরমিয়ে চলছে সানি দেওল অভিনীত ছবি ‘গদর ২’

‘গদর ২’-এর পর এবার ‘বডার ২’, বলিউডের অন্দরমহলে জল্পনা তুঙ্গে

‘গদর ২’-এর পর এবার ‘বডার ২’, বলিউডের অন্দরমহলে জল্পনা তুঙ্গে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘গদর ২’-এর পর এবার ‘বডার ২’, বলিউডের অন্দরমহলে জল্পনা তুঙ্গে, বর্তমানে রমরমিয়ে চলছে সানি দেওল অভিনীত ছবি ‘গদর ২’। ১৭ বছর পর বক্স অফিসে ফিরে সানি দেওল ঝড় তুলেছেন। ছবি মুক্তির ন’দিনের মাথাতেও ৩২ কোটি টাকা আয় করল গদর ২। পাঠান ছবিকে পেছনে ফেলে ঝড়ের গতিতে এগিয়ে চলেছে এই ছবির বক্স অফিস কালেকশন। ইতিমধ্যেই গোটা বিশ্বে এই ছবি ৫০০ কোটি টাকা আয় করেছে। সানি দেওল বর্তমানে তাই চর্চার কেন্দ্রে। আবারও যেন ঘুরে দাঁড়ানোর পালা, বলিউডে চাহিদাও বাড়ল তাঁর রাতারাতি। তাই এবার আর চরিত্রের অপেক্ষা করা নয়, বলিউড অভিনেতার ঝুলিতে নাকি ইতিমধ্যেই চলে এসেছে বর্ডার ২ ছবির প্রস্তাব।

 

 

 

 

 

 

প্রসঙ্গত, বর্তমানে রমরমিয়ে চলছে সানি দেওল অভিনীত ছবি গদর ২। বহুদিন পর সানি দেওল বক্স অফিসের ঝড় তুলেছেন। কেরিয়ারের শুরুতে একের পর এক ব্লকবাস্টার ছবি বলিউডে সানি দেওয়াল উপহার দিলেও, তাঁর কেরিয়ারে আজ পর্যন্ত এত জনপ্রিয় ছবি দেখা যায়নি। কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন অভিনেতা, হঠাৎ করে ছবির হাত ধরে এই পর্যায়ে পৌঁছবে তাঁর জনপ্রিয়তা, অনেকেই হয়তো তা অনুমান করতে পারেননি। গদর টু ছবি প্রথম সপ্তাতেই ৩০০ কোটি দরজায় পৌঁছে গিয়েছে। ছবি নিয়ে চর্চা এখন তুঙ্গে। এই অবস্থায় গদর ২ ছবি যেভাবে বক্স অফিসে ঝড় তুলেছে তাতে আবারও বলিউডে চাহিদা বাড়বে সানি দেওলের সে বিষয়ে কোনও দ্বিমত নেই।

 

 

 

 

আরও পড়ুন –  পেঁয়াজের রফতানিতে অতিরিক্ত শুল্ক বসাল কেন্দ্র

 

 

 

 

 

বর্ডার ছবিতে অনবদ্য চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করেছিলেন সানি। এবার সেই ছবি সিক্যুয়েল নিয়ে জল্পনা বলিউডের অন্দরমহলে তুঙ্গে। এখন দেখার গদর টু ছবির বক্স অফিস কালেকশন কত কোটি টাকা ঘরে তুলে আনে। আর এই দাপট তাঁর আগামী ছবির ক্ষেত্রেও বজায় থাকে কি না। বর্তমানে একের পর এক ছবির সিকুয়েল মুক্তি পাচ্ছে বলিউডে। ড্রিম গার্ল, ও মাই গড, গদর, পর পর পাইপ লাইনে ছবি সিক্যুয়েলের তালিকা। সেই তালিকাতেই এবার নাম লেখাল বর্ডার টু।তবে এই ছবিতে, সানি দেওল ছাড়াও ছিলেন বহু অভিনেতা।তাঁরাও কি সানি দেওলের হাত ধরে কামব্যাক করবেন এই ছবিতে?এ প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়া এখন নেট দুনিয়া।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top