নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ৬ অক্টোবর, ২০২০:স্ত্রীকে পুড়িয়ে মারল স্বামী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের চকফুলডুবি গ্ৰামে। প্রেম করে বিয়ে করলেও বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকতো বলেই জানা গিয়েছে। দম্পতির একটি দুই বছরের মেয়ে আছে।
স্থানীয় সূত্রে খবর,তমেনা বিবি ও মর্তাজা সেখ এরা দুইজন প্রেম করে বিয়ে করে, কিন্তু বিয়ের পরে ছেলেটি দিনের পর দিন মেয়েটার উপরে অত্যাচার করতো বলে অভিযোগ।গতকাল সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লাগে। সেখান থেকে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এরপরই স্বামী তার স্ত্রীকে মেরে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে জানা গিয়েছে। স্ত্রীর চিৎকার স্থানীয় বাসিন্দারা শুনতে পেয়েই, তাঁকে আধা পোড়া অবস্থায় উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়, সাগর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সাগর হসপিটাল থেকে ডায়মন্ড হারবার নিয়ে যাওয়ার পথেই তাঁর রাস্তায় মৃত্যু হয়।
আরও পড়ুন…মনীশ খুনে সি বি আই তদন্তের দাবি আইনজীবীদের
ঘটনায় সাগর থানার পুলিশ স্বামী ও শশুর কে গ্রেফতার করেছে। স্ত্রীকে পুড়িয়ে মারার ঘটনায় দোষীর শাস্তির দাবিতে দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরে চকফুলডুবি গ্রামের স্থানীয় মানুষজন আজ সকাল থেকে বিক্ষোভ দেখিয়েছে।