নিজস্ব সংবাদদাতা ১৮ ডিসেম্বর ২০২০: গতকালই ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেড়িয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কটাক্ষের সুরে বলেন বিজেপির থেকেও এখন সবকিছুতে বেশি চমক টিএমসি তে।
রোজ সকালে শুনতে হচ্ছে এ চলে গেল ও চলে গেল। আর এবার শুভেন্দু অধিকারী, জিতেন্দ্র তিওয়ারি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পর এবার দলত্যাগী হলেন শীলভদ্রও। আগেই ঘোষণা করেছিলেন, আগামী বিধানসভা ভোটে আর তৃণমূলের টিকিটে দাঁড়াবেন না। সেই জল্পনা সত্যি করে শুক্রবার দল ছাড়লেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে চিঠি লিখে তৃণমূলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিলেন তিনি। তবে দল ছাড়লেও বিধায়ক পদ এখনই ছাড়ছেন না শীলভদ্র। তৃণমূলের ‘বিক্ষুব্ধ’দের মধ্যে প্রথম সারিতে ছিলেন শীলভদ্র। ভোট-কৌশলী প্রশান্ত কিশোরের ভূমিকায় সরাসরি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। ঘোষণা করেছিলেন, এ বার তৃণমূলের টিকিটে আর ভোটে লড়বেন না। তার পর থেকে গত কয়েক দিনে তাঁর দলত্যাগ এবং বিজেপি-তে যোগদানের জল্পনা আরও জোরালো হয়েছে। তবে বিধায়ক পদ এখনই ছাড়ছেন না শীলভদ্র কারণ মানুষের ভোটে জিতেই তিনি বিধায়ক পদে এসেছেন মানুষের হয়ে কাজ করতে তাই মানুষ যদি চায় তবেই তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দেবেন।
আরও পড়ুন…করোনা রোগীদের ফুসফুস দুর্বল থাকায় নতুন করে বিপদ বাড়াচ্ছে fungal infection