
নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন লকডাউন ছিল সেই কারণে বহু কলকারখানা, অফিস- কাছারি বন্ধ ছিল। মার্চ মাস থেকে জুলাই মাস পর্যন্ত এই ৫ মাস ২২% বিদ্যুতের চাহিদা কমে গেছিলো। সেই পরিস্থিতি কাটিয়ে এখন স্বাভাবিক হচ্ছে বিদ্যুতের চাহিদা। পাশাপাশি সামনেই দুর্গা পূজা। পুজোয় কোনো রকম বিদ্যুতের ঘাটতি যাতে না হয় সেই কথা মাথা রেখে প্রতি বারের মতোই এবারেও পুজোয় ৮৭১৪ মেঘা ওয়ার্ড বিদ্যুত দেবে বিদ্যুৎ দফতর। যদিও পুজো কমিটি গুলো জানিয়ে দিয়েছে তারা এই করোনা পরিস্থিতির মধ্যে বেশি বড় করে জাঁকজমক পুজো করবে না। তবুও বিদ্যুৎ দপ্তর প্রতিবারের মত এবারেও বিদ্যুতের পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে , সেই কথা মাথায় রেখে এমনটাই জানিয়েছে। পূজোর আনন্দে কোনোরকম বিদ্যুৎ ঘাটতি যাতে না হয় সেই কারণে এই সিদ্ধান্ত বিদ্যুৎ দপ্তরের।


















