মহিলার নিতম্বে হাত দিয়েছিলেন ব্রিজভূষণ! এবার বিস্ফোরক অভিযোগ রেফারির, ফের বিস্ফোরক অভিযোগ রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়া(Wrestling Federation of India)-র সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Saran Singh) বিরুদ্ধে। এবার তাঁর বিরুদ্ধে মুখ খুললেন আন্তর্জাতিক কুস্তির রেফারি জগবীর সিং (Jagbir Singh)। তিনি বলেন, “গত বছর মার্চ মাসে ব্রিজভূষণ শরণ সিং একজন মহিলা কুস্তিগীরের শরীরে এমন জায়গায় হাত দিয়েছিলেন, যেখানে হাত দেওয়া অনুচিত”। জগবীরের এই অভিযোগের পরই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। সম্প্রতিই যেখানে ব্রিজভূষণের বিরুদ্ধে যে মহিলা কুস্তিগীরকে যৌন হেনস্থার অভিযোগ আনা হয়েছিল, ঘটনার সময় সে নাবালিকা ছিল না বলে জানান তাঁর বাবা, সেখানেই নতুন করে মহিলা কুস্তিগীরের শরীরে অশালীনভাবে স্পর্শ করার অভিযোগ আন্দোলনের পালে নতুন করে হাওয়া দেবে।
আন্তর্জাতিক রেফারি জগবীর সিং এনডিটিভি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান, ওই মহিলা কুস্তিগীরের অভিযোগ সত্যি। ওই ঘটনার পরই নিগৃহীত মহিলা কুস্তিগীর ছবি তুলতে চান না বলে জানান এবং রেগে মঞ্চ থেকে চলে যান। জগবীর সিং বলেন, “ওই ছবিতে আমরা সবাই একসঙ্গে দাঁড়িয়েছিলাম, তাই সকলেই বিষয়টি দেখেছিলেন।”
জগবীর আন্তর্জাতিক রেফারির অভিযোগ, দিল্লি পুলিশ কেবল তাঁকে লখনউয়ের ঘটনা নিয়েই প্রশ্ন করেছিলেন, কিন্তু কার অনেক আগে, ২০১৩ সালেই ব্রিজভূষণের ঘৃণ্য চেহারা দেখতে পেয়েছিলেন। তিনি জানান, ২০১৩ সালে থাইল্যান্ডের ফুকেটে একটি প্রতিযোগিতার পর নৈশভোজের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই সময় মত্ত অবস্থায় ব্রিজভূষণ মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা করেছিলেন। জোর করে তাদের জড়িয়ে ধরে, অশালীনভাবে স্পর্শ করছিলেন ব্রিজভূষণ। তাঁর ওই আচরণে বিরক্ত হয়ে নৈশভোজ ছেড়েও চলে গিয়েছিলেন অনেক মহিলা কুস্তিগীর।
ব্রিজভূষণের আচরণকে বর্বোরোচিত অ্যাখ্যা দিয়ে জগবীর বলেন, “তখন আমাদের মনে হয়েছিল যে কোনও রাক্ষসের হাতে ফেডারেশনের সভাপতি পদ দেওয়া হয়েছে।”কেন এতদিন তাঁরা চুপ ছিলেন, এই বিষয়ে প্রশ্ন করা হলে জগবীর বলেন, “যখন রক্ষকই ভক্ষক হয়ে ওঠে, তখন কোথাও যাওয়ার পথ থাকে না। মহিলা কুস্তিগীর থেকে শুরু করে সকলেই নিজেদের কেরিয়ার শেষ হয়ে যাওয়ার ভয়ে মুখ বন্ধ করে রেখেছিলেন।”
ব্রিজভূষণের বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগেই পথে নেমেছিলেন কুস্তিগীররা। সুপ্রিম কোর্টের নির্দেশে দিল্লি পুলিশ এফআইআর-ও দায়ের করে। এই মামলায় এখনও অবধি ২০০-রও বেশি ব্যক্তির বয়ান রেকর্ড করা হয়েছে। আন্তর্জাতিক কুস্তি রেফারি জগবীর সিংয়ের বয়ানও সম্প্রতিই, ২০ মে রেকর্ড করা হয়।
আরও পড়ুন – ‘বিদেশে গিয়ে দেশের সমালোচনা মানায় না’,রাহুলকে পূর্বপুরুষদের থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ শাহের
কী অভিযোগ ছিল ব্রিজভূষণের বিরুদ্ধে?
যে সাতজন মহিলা কুস্তিগীরের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছিল, তাঁদের মধ্যেই একজন অভিযোগ করেছিলেন ২০২২ সালের ২৫ মার্চ এশিয়া চ্যাম্পিয়নশিপ (সিনিয়র)-র ট্রায়াল শেষের পরে যখন ছবি তোলার পর্ব চলছিল, সেই সময় ব্রিজভূষণ তাঁকে যৌন হেনস্থা করেন। অভিযোগ, কুস্তিগীররা যখন স্টেজে ছবি তোলার জন্য উঠেছিলেন, সেই সময়ে হঠাৎ একজন মহিলা কুস্তিগীর তাঁর নিতম্বে অন্য কারোর হাতের স্পর্শ অনুভব করেন। সেই হাত আর কারোর নয়, ব্রিজভূষণের ছিল। তিনি সঙ্গে সঙ্গে ব্রিজভূষণের পাশ থেকে সরে যাওয়ার চেষ্টা করলেও, তাঁর কাঁধে হাত দিয়ে ধরে রেখেছিলেন ব্রিজভূষণ, এমনটাই অভিযোগ করেন।