ফের বাঁয়া গণেশের হামলায় মৃত্যু মানসিক ভারসাম্যহীন ব্যাক্তির। দীর্ঘদিন বেপাত্তা থাকার পর ফের লোকালয়ে বাঁয়া গণেশের আগমন। মৃত্যু দিয়েই নিজের রূপ দেখাতে শুরু করলো আবার। ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ডুয়ার্সের গয়েরকাটায়। ফের বাঁয়া গণেশের হামলায় মৃত্যু হলো এক মানসিক ভারসাম্যহীন ব্যাক্তির। সাতসকালে স্থানীয় স্কুলের পেছন থেকে উদ্ধার এক মানসিক ভারসাম্যহীন ব্যাক্তির মৃত দেহ। হাতির হামলায় মৃত্যু বলেই দাবি স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর রাতে বানারহাট ব্লকের সাঁকোয়াঝোরা-১ নং গ্রাম পঞ্চায়েতের গয়েরকাটা গিল্ড মিশন প্রাথমিক বিদ্যালয়ের পেছনে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই গয়েরকাটা গিল্ড মিশন প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় রাতে ঘুমোতেন ওই মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি। এদিন সকালে গ্রামবাসীরা দেখতে পায় সেই ব্যাক্তির মৃতদেহ স্কুলের পেছনে পড়ে রয়েছে। পাশেই রয়েছে হাতির পায়ের ছাপ। এরথেকেই অনুমান হাতির হামলায় মৃত্যু হয়েছে ওই ব্যাক্তির। খবর পেয়ে প্রচুর পরিমাণে মানুষ সেখানে ভিড় জমায়। প্রায় প্রতিদিন রাতেই ডুয়ার্সের লোকালয়ে হাতির হামলায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ভোর রাত নাগাদ প্রথম হাতির চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। তবে অনেকেই মনে করেন হয়ত কোনো ঘরবাড়ি ভেঙেছে। কিন্তু সকালে উঠে যখন দেখতে পায় সেই মানিসিক ভারসাম্যহীন ব্যাক্তি স্কুলের বারান্দায় নেই। পেছন দিক থেকে মৃত দেহ উদ্ধার হয়েছে। এরপরই সকলে বুঝতে পারেন বিষয়টি। এরপর পুলিশ ও বন দফতরের কর্মীদের খবর দিলে ঘটনাস্থলে ছুটে আছেন বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার স্কোয়াডের রেঞ্জার শুভাশিস রায় ও ধূপগুড়ি থানার পুলিশ। মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন – কেশপুরে গোষ্ঠী কোন্দল, পরিস্থিতি সামলাতে ময়দানে মানস ভুঁইয়া
উল্লেখ্য, এর আগেও ওই এলাকায় বাসিন্দা তৃণমূল পঞ্চায়েত সদস্য গোপাল চক্রবর্তীর বাড়ির নিচে থাকা দুটি দোকানের শাটারের মধ্যে বাঁয়া গণেশ দাঁত দিয়ে হামলা চালিয়ে দোকানের শাটার ভেঙে দেয়। আক্রমণাত্মক বুনো হাতিটির বা পাশের একটি দাঁত অনেক বড় বলেই তিনি জানিয়েছেন। এক্ষেত্রেও সেই হাতিটিই হয়ে থাকতে পারে বলেই গোপাল বাবুর অনুমান। পাশাপাশি তিনি আরো জানান, খুবই আক্রমণ এই হাতিটি তাই সকলকে সতর্ক থাকারও পরামর্শ দেন। পাশাপশি বন দফতরের কর্মীদের লোকালয়ে হাতি ঢুকে পড়লে ফোন করা হলে সময় মতন না আসার ও অভিযোগ তুলেন তিনি ক্ষোভ প্রকাশ করেন।
এদিকে প্রতিদিন রাতে হাতির হামলায় রীতিমত ক্ষুদ্ধ এলাকার বাসিন্দারা এদিন বন কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান। ঘটনার তদন্ত শুরু করেছে ধূপিগুড়ি থানার পুলিশ।