নিজস্ব সংবাদদাতা ২৭ নভেম্বর ২০২০ দার্জিলিং: সমতলের পর এবার পাহাড়ে পোস্টার পড়লো শুভেন্দু অধিকারীর।
বিগত কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুভেচ্ছা বার্তার ছবি ও শুভেন্দু অধিকারীর পোস্টার ও ব্যানার পরতে লক্ষ্য করা যায়। তবে কে বা কারা এই পোস্টার ও ব্যানার লাগাচ্ছে তানিয়ে কারো কাছে স্পষ্ট ধারণা নেই। তবে ব্যানার বা পোষ্টারের মধ্যে দাদার অনুগামী বলে দাবি করা হয়ে থাকে। এবার বাদ পরলো না দার্জিলিঙের পাহাড় ও।
আরও পড়ুন…চায়ে পে চর্চায় গিয়ে টোপ ফেলে মাছ ধরলেন দিলীপ ঘোষ
দার্জিলিঙ শহরের বিভিন্ন প্রান্তে শুভেন্দু অধিকারির পোস্ট পরায় নানান জল্পনা শুরু হয় পাহাড় জুড়ে।