
তালিবান জমানায় ধীরে ধীরে ছন্দে ফিরছে আফদ্গানিস্তান। আফগানিস্তানে শুরু হয়ে যাচ্ছে ( Aircraft ) যাত্রীবাহী বিমান পরিষেবা। আজ ৩ সেপ্টেম্বর থেকেই অন্তর্দেশীয় বিমান চলাচলের কথা জানিয়েছে দেশটির সরকারি বিমান ( Aircraft ) সংস্থা ‘আরিয়ানা আফগান এয়ারলাইন্স’।
তবে আন্তর্জাতিক পরিষেবা শুরু হতে দেরি আছে বলে জানা গেছে।আফগান সরকারি বিমান ( Aircraft ) সংস্থাটির সিনিয়র ম্যানেজার তামিম আহমদি বলেছেন, ‘শুক্রবার অর্থাৎ আজ থেকেই দেশের মধ্যে যাত্রীবাহী বিমান পরিষেবা শুরু হবে। এর জন্য তালিবান নেতৃত্ব সম্মতি দিয়েছে।’
আর ও পড়ুন উত্তরপ্রদেশ ( Uttarpradesh ) নির্বাচনের আগে আসাদউদ্দিন ওয়াইসির বড় বাজি কী?
আল জাজিরা আবার জানিয়েছে, কাবুল বিমানবন্দরকে ফের কার্যক্ষম করে তুলতে কাতার থেকে বিশেষজ্ঞ দল আফগানিস্তানে এসেছে। গত সোমবার, বুধবার ও বৃহস্পতিবার যুদ্ধবিধ্বস্ত দেশটিতে পৌঁছেছেন কাতারের বিশেষজ্ঞরা। কাজও শুরু করে দিয়েছেন তাঁরা। কাবুল বিমানবন্দরের অবস্থা শোচনীয় হলেও মাজার–ই–শরিফ ও কান্দাহার বিমানবন্দরগুলিতে পরিষেবা চালু করার মতো অবস্থা রয়েছে।
কাবুল বিমানবন্দর দখল করলেও তা পরিচালনা করার মতো দক্ষতা নেই তালিবানের। এই পরিস্থিতিতে তুরস্ক ও কাতারের কাছে বিমানবন্দরটি পরিচালনা করার আবেদন জানিয়েছে তালিবান। আর সেই কাজ শুরুও হয়ে গেছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক পরিষেবা শুরু হতে দেরি আছে বলে জানা গেছে।আফগান সরকারি বিমান ( Aircraft ) সংস্থাটির সিনিয়র ম্যানেজার তামিম আহমদি বলেছেন, ‘শুক্রবার অর্থাৎ আজ থেকেই দেশের মধ্যে যাত্রীবাহী বিমান পরিষেবা শুরু হবে। এর জন্য তালিবান নেতৃত্ব সম্মতি দিয়েছে।’
কাবুল বিমানবন্দরকে ফের কার্যক্ষম করে তুলতে কাতার থেকে বিশেষজ্ঞ দল আফগানিস্তানে এসেছে। গত সোমবার, বুধবার ও বৃহস্পতিবার যুদ্ধবিধ্বস্ত দেশটিতে পৌঁছেছেন কাতারের বিশেষজ্ঞরা। কাজও শুরু করে দিয়েছেন তাঁরা। কাবুল বিমানবন্দরের অবস্থা শোচনীয় হলেও মাজার–ই–শরিফ ও কান্দাহার বিমানবন্দরগুলিতে পরিষেবা চালু করার মতো অবস্থা রয়েছে।