রাষ্ট্রপতি দৌপদী মুর্মকে বিতর্কিত মন্তব্যের জেরে আগেই সমালোচনার মুখে পড়েছিলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। ফের একবার রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এবার রাজ্যপাল বোসকে নিশানা করে কুরুচিকর মন্তব্য করেছেন মন্ত্রী, এক্স হ্যান্ডেলে ভিডিয়ো পোস্ট করে দাবি শুভেন্দুর।
যা ঘিরে বাংলার সাংবিধানিক প্রধান সিভি আনন্দ বোসকে চিঠিও পাঠিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা। রাজ্যপালের কাছে শুভেন্দুর দাবি, এই ধরনের আপত্তিকর মন্তব্যের জন্য অখিল গিরির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। তাঁকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করারও দাবি তুলেছেন শুভেন্দু।
আরও পড়ুনঃ ইডেনে যশ-নুসরত, একই ম্যাচে অন্য নায়িকা নিয়ে নিখিল, কে সেই নায়িকা?
এই বিতর্কের কারণ কী?
শুভেন্দু তাঁর এক্স হ্যান্ডেলে যে ভিডিয়োটি পোস্ট করেছেন, তাতে তৃণমূলের কোনও রাজনৈতিক কর্মসূচির মঞ্চ থেকে অখিল গিরি বলছেন, “এত হম্বিতম্বি কীসের? আমরা পারি না নাকি! আমরা পারি। আমাদের কাছে যা কাগজ আছে, নবান্নে যা কাগজ আছে, তোমার কলার ধরে ১০ মিনিটে জেলে ঢুকিয়ে দিতে পারি। আমরা দেখছি। আমাদের হাতেও কাগজপত্র আছে। রাজ্যপাল কেন কুণাল ঘোষের পুজো উদ্বোধন করতে গিয়েছেন, আমরা জানি না নাকি! তোমার হোয়াটসঅ্যাপে কী আছে! তুমি কেন মুখ্যমন্ত্রীকে ডেকেছো আলোচনার জন্য ১০ তারিখ, আমরা জানি না? তোমার কলঙ্ক আমরা ধরব। ছাড় পাবে না আমাদের কাছে। পশ্চিমবঙ্গের আইবি আছে। আমাদেরও ফাইল রেডি।” যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা।
অখিল গিরির এই মন্তব্য ঘিরেই নতুন করে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। বিষয়টি নিয়ে রাজ্যপাল বোসকে চিঠি পাঠিয়ে অখিলকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি তুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা। চিঠিতে শুভেন্দু লিখেছেন, গুরুত্বপূর্ণ পদাধিকারীদের নামে ‘কুকথা’ বলা অভ্যেসে পরিণত হয়ে গিয়েছে অখিল গিরির। অতীতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রসঙ্গে অখিল গিরির বিতর্কিত মন্তব্যের কথাও চিঠিতে তুলে ধরেছেন শুভেন্দু। শুভেন্দুর বক্তব্য, এই ধরনের মন্তব্য শুধু রাজ্যপাল বোসের ব্যক্তিগত ভাবমূর্তিকেই আঘাত করেনি, একইসঙ্গে রাজভবন ও রাজ্যপালের চেয়ারের পবিত্রতাকেও ক্ষুণ্ন করেছে।
যদিও শুভেন্দুর এই ভিডিয়ো পোস্ট বা রাজভবনে চিঠি পাঠানোর বিষয়ে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই চিঠির প্রসঙ্গে রাজভবন থেকেও কোনও বিবৃতি এখনও মেলেনি।