শিব রূপে অক্ষয়ের পোস্টার সামনে আসতেই ঝড় উঠলো নেট পাড়ায়, টানা ৫ ছবি ফ্লপ হওয়ার পর আবারও বলিউডের বড় ছবি নিয়ে ফিরছেন অক্ষয় কুমার। ছবির নাম ও মাই গড টু (OMG 2)। এই ছবিতে এবার তাঁকে দেখা যাবে শিব রূপে। ইতিমধ্যেই সামনে এসেছে ছবির পোস্টার। তা নিয়ে এখন বিভিন্ন মহলের জল্পনা তুঙ্গে। এই ছবির আগের পর্বে অক্ষয় কুমারকে পাওয়া গিয়েছিল কৃষ্ণ রূপে। ছবি প্রথম পর্ব বক্স অফিসে বেশ লক্ষ্মী লাভ করেছিল। তবে ফ্লপ মরশুমে এই ছবির হাত ধরে আবারও অক্ষয় কুমার ঘুরে দাঁড়াতে পারবেন কিনা, এখন সেই প্রশ্নই ভক্তদের মনে তুঙ্গে। তবে প্রশ্নবাণ এখানেই ইতি টানলো না, পাশাপাশি হিন্দু ধর্মাকে আঘাত আনার বিষয়েও অভিনেতাকে সাবধান করলেন নেটপাড়ার একাংশ।
ফলে অক্ষয় কুমারের এই ছবি নিয়ে এখন সর্বত্র চর্চা চলছে। অভিনেতা নতুন গল্পে ঠিক কোন দিক তুলে ধরতে চলেছেন, তার ইঙ্গিত না মিললেও, কোন দেবতা এই গল্পের কেন্দ্রে থাকবেন তা স্পষ্ট করে দেয় ছবির পোস্টারে। অক্ষয় কুমারের ক্লোজআপ ফ্রেম নিয়ে পোস্টার মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। যেখানে অভিনেতাকে শিব লুকে দেখা যায়। এখন দেখার এই ছবির হাত ধরে বলিউডের ছন্দে ফিরতে পারেন কিনা অভিনেতা। ২০২২ সাল থেকেই একের পর এক ফ্লপ ছবির হয়েছে অক্ষয়ের। শেষ হিট ছবি সূর্যবংশী।
আরও পড়ুন – ‘ডন থ্রি’ ছবি থেকে সরছেন শাহরুখ খান? অভিনেতার নাম সামনে আসতেই ঝড়…
সম্প্রতিতে রামায়ণ কেন্দ্রীক গল্প আদিপুরুষ নিয়ে বিভিন্ন মহলের তর্জা তুঙ্গে। ছবিতে শ্রীরামচন্দ্রকে, বজরঙ্গবলীকে যেভাবে দেখানো হয়েছে, তাতে বেজায় আঘাত পেয়েছেন হিন্দুরা। তা নিয়ে আদালতে জবাবদিহিও করতে হবে আদিপুরুষ ছবির পরিচালককে। তবে অক্ষয় কুমারের এই শিব লুক হিন্দুদের মনে সে আঘাত পৌঁছবে না এ আশা রাখলেন ভক্তরা। সোশ্যাল মিডিয়ার পোস্টার দেখা মাত্রই কমেন্ট বক্সে এক ভক্ত মন্তব্য করে বসলেন, দেখবেন আপনার এই ছবি যেন হিন্দুদের মনে আঘাত না পৌঁছায়।