নিউজ ডেস্ক, ৯ অক্টোবর, ২০২০: হঠাৎ করে অক্ষয় কুমার কেন আজকে শাড়ি, চুড়ি পরে কপালে বোরো টিপ পরে ছবি শেয়ার করলেন নিজের সোশ্যাল মিডিয়ার পেজে।
কারন টা হল এই রুপেই আজকে মুক্তি পেল ‘লক্ষ্মী বম্ব’-এর ট্রেলার । ভিডিয়োতে একদম নতুন লুকে দেখা গিয়েছে অক্ষয় কুমারকে ।
https://twitter.com/akshaykumar/status/1314460590606295041?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1314460590606295041%7Ctwgr%5Eshare_3&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fentertainment%2Flaxmmi-bomb-trailer-akshay-kumar-transforms-into-sari-clad-ghost-lives-life-queen-sizee28099-watch_343528.html
একজন পুরুষ থেকে তাঁর বৃহন্নলা হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে ট্রেলারে । টুইটারে আজ এই ট্রেলার শেয়ার করেছেন তিনি । ট্রেলার শেয়ার করে তার ক্যাপশনে লেখেন, “যেখানেই থাকুন সেখানেই দাঁড়ান আর লক্ষ্মী বম্বের ট্রেলার দেখার জন্য প্রস্তুত হয়ে যান ।” ট্রেলারটা দেখলেই বোঝা যাবে কতটা টান টান উত্তেজনা রয়েছে ‘লক্ষ্মী বম্ব’ -এর মধ্যে।