নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৮ অক্টোবর, ২০২০ :বিজেপির নবান্ন অভিযান ঘিরে তড়িঘড়ি কলকাতা ফিরলেন মমতা বন্দোপাধ্যায়। ফিরেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলেন তিনি।
এবং তারপরেই রাজ্য পুলিশ ডিজি এর সাথে দীর্ঘ বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। সাথে ছিলেন মুখ্য সচিব আলাপন বন্দোপাধ্যায়।এর পরেই বিজেপির নবান্ন অভিযান নিয়ে সাংবাদিক বৈঠক করেছেন মুখ্য সচিব আলাপন বন্দোপাধ্যায়।
আরও পড়ুন…নরেন্দ্র মোদীর বিনিয়োগ সম্মেলন ও কোভিড – ১৯ মোকাবিলায় সচেতনতা বার্তা
ক্যামিকেল মেশানো রঙের ব্যবহার করার অভিযোগে আলাপন বলেছেন, কোনরকম ক্যামিকেল ব্যবহার করা হ্য় নি। হোলির রঙ ব্যবহার হয়েছিল। আইন মেনেই আজকে পুলিশ কাজ করেছে। অনেক পুলিশ আহত হয়েছেন।