মুখ্যমন্ত্রীর উপদেষ্টার নতুন দায়িত্ব! কী দায়িত্ব পেলেন আলাপন বন্দ্যোপাধ্যায়? হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

মুখ্যমন্ত্রীর উপদেষ্টার নতুন দায়িত্ব! কী দায়িত্ব পেলেন আলাপন বন্দ্যোপাধ্যায়? হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মুখ্যমন্ত্রীর উপদেষ্টার নতুন দায়িত্ব! কী দায়িত্ব পেলেন আলাপন বন্দ্যোপাধ্যায়? হঠাৎ কেন এই সিদ্ধান্ত? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে ( Alapan Bandyopadhyay)  নতুন উপহার! Webel এর চেয়ারম্যান করা হল তাঁকে। সরকারি নিয়ন্ত্রণাধীন এই রাষ্ট্রায়ত্ত সংস্থার শীর্ষ পদে বসানো হল তাঁকে। অতিরিক্ত দায়িত্ব পেলেন মুখ্যমন্ত্রীর আস্থাভাজন প্রাক্তন মুখ্য সচিব। বর্তমান রাজ্য সরকারের আমলে একাধিক পদে প্রধান সচিবের দায়িত্ব পালন করেছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। পরে তাঁকে মুখ্য সচিব করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবহন, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এমএসএমই), বাণিজ্য ও শিল্প, তথ্য ও সংস্কৃতি দফতরের দায়িত্ব সামলেছেন তাঁর আমলে।

 

 

 

 

 

বছর দুয়েক আগেই প্রাক্তন আমলা আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাজ্য কেন্দ্রের দড়ি টানাটানি শুরু হয়। ২০২১ সালে হঠাৎ রাজ্যের মুখ্যসচিবকে দিল্লিতে কাজে যোগদানের নির্দেশ দিয়ে চিঠি পাঠায় কেন্দ্র। মুখ্যসচিবকে ছেড়ে দিতে রাজ্যকে চিঠি পাঠায় কেন্দ্র। ওই বছর ৩১ মে সকাল ১০টায় দিল্লির নর্থ ব্লকে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিয়ে শুরু হয় জল্পনা।
এরপরেই তড়িঘড়ি আলাপন বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেন মুখ্যসচিব পদ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে পরদিন থেকেই মুখ্য উপদেষ্টা হিসাবে নিয়োগ করে নেন। সরকারি পদ ছেড়ে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ করার কারণে এই পদক্ষেপকে অনেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক বলে অভিহিত করেন। এরপর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেষ্টা হিসেবে কাজ করছেন তিনি। এবার আরও একটি নতুন দায়িত্ব দেওয়া হল তাঁর কাঁধের উপর।

 

 

 

 

 

আলাপন বন্দ্যোপাধ্যায়ের ২০২১ সালের ৩১ মে অবসর গ্রহণ করেন। এরপরেই তাঁকে নিজের মুখ্য উপদেষ্টা বানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে বহাল রয়েছেন তিনি। এরপর তাঁকে নতুন দায়িত্ব ভার দেওয়া হল। ওয়েবেল চেয়ারম্যান পদে ছিলেন সমর ঝাঁ। সেই জায়গায় আনা হল আলাপন বন্দ্যোপাধ্যায়কে। ওয়েবেল এবং ওয়েবেল টেকনোলজি দুটি সরকারি নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ত সংস্থা রয়েছে, যার মধ্যে ওয়েবেল-এর চেয়ারম্যান পদে বসানো হল আলাপন বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যে তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স ব্যবস্থার ক্ষেত্রে একাধিক প্রজেক্টে কাজ করছে ওয়েবেল। রাজ্যের সার্বিক উন্নয়নে তথ্য প্রযুক্তি ব্যবস্থার উন্নয়ন অবশ্যম্ভাবী বলেই মনে করছে রাজ্য সরকার। সেক্ষেত্রে এই সিদ্ধান্ত তথ্য প্রযুক্তি ব্যবস্থার উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে বলেই আশাবাদী রাজ্য সরকার।

 

 

 

 

আরও পড়ুন – পার্ক স্ট্রিট এবং এসপ্লানেডে নতুন মেট্রোর ভূগর্ভস্থ স্টেশন তৈরির জন্য সরতে হবে…

 

 

 

 

বর্তমান রাজ্য সরকারের আমলে একাধিক পদে প্রধান সচিবের দায়িত্ব পালন করেছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। পরে তাঁকে মুখ্য সচিব করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবহন, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এমএসএমই), বাণিজ্য ও শিল্প, তথ্য ও সংস্কৃতি দফতরের দায়িত্ব সামলেছেন তাঁর আমলে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top