বোলপুরে আদিবাসীদের পুষবঙ্গ মেলায় সর্বধর্ম সমন্বয়ের আসর বসে

বোলপুরে আদিবাসীদের পুষবঙ্গ মেলায় সর্বধর্ম সমন্বয়ের আসর বসে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বোলপুরে আদিবাসীদের পুষবঙ্গ মেলায় সর্বধর্ম সমন্বয়ের আসর বসে। ১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত বোলপুর-এ আদিবাসীদের সহরায় উৎসবকে কেন্দ্র করে পুষবঙ্গা মেলার আয়োজন করা হয়। মেলার পূর্বে ৯ই জানুয়ারি এক বিশাল পদযাত্রার সাক্ষী থাকে বোলপুর শহর । জাতি-ধর্ম-রাজনীতির উর্দ্ধে দাঁড়িয়ে প্রায় ৩০ হাজার মানুষ ওই পদযাত্রায় পা মেলান।

 

১০ জানুয়ারি মেলার শুভ উদ্বোধন হয়। ১১ই জানুয়ারী মতুয়া সম্প্রদায়, ১২ই জানুয়ারী বৈষ্ণব সম্প্রদায়, ১৩ই জানুয়ারী বিভিন্ন মঠ ও মিশনের প্রতিনিধিরা এবং ১৪ই জানুয়ারী মুসলিম ধর্ম প্রচারকদের নিয়ে আলোচনা সভার আয়োজন হয় মেলা প্রাঙ্গণে । ১৫ই জানুয়ারি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের প্রতিনিধিরা পুষবঙ্গা মেলার মঞ্চে উপস্থিত হন।

 

ছিলেন বাংলাদেশের সাঁওতালি গবেষক, বাঁশি বাদক, সাঁওতাল গায়ক ও সাঁওতালি আ জে , মেলার শেষ দিন ১৬ ই জানুয়ারী সমস্ত ধর্মের দুজন করে প্রতিনিধিদের নিয়ে সর্বধর্ম সমন্বয়ের লক্ষ্যে এক আন্তর্জাতিক সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। পুষবঙ্গা মেলার ব্রেন্ড এম্বাসেডোর করা হয় সাঁওতাল গায়ক রথীন কিস্কুকে। এছাড়া প্রতিদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাদের অসাধারণ সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুষবঙ্গার প্রাঙ্গন সেজে ওঠে। এছাড়াও ছিল নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীদের শপথ বাক্য পাঠ অনুষ্ঠান।

আরও পড়ুন – ৭১তম ‘মিস ইউনিভার্স’ বিজয়ী হলেন মার্কিন তরুণী আর’বনি গ্যাব্রিয়েল

সর্বধর্ম সমন্বয়ের উদ্যশ্যে পুষবঙ্গা মেলার আন্তর্জাতিক এই সভায় সব ধর্মের মানুষের উপস্থিতি ছিল চোখে পরার মতো। মূলত এই ৮দিন ধরে যে অনুষ্ঠান গুলি হয়েছে সব ধর্মের মানুষদের এক ছাতার তলায় নিয়ে এবং সাধারণ মানুষের জন্য শিক্ষা-চিকিৎসা-আবাসন শ গড়ে তোলা ও সমাজে ইতিবাচক চেতনা জাগরণ করাই পুষবঙ্গা মেলার মূল উদ্দেশ্য বলে জানান মেলা উদ্যেক্তাদের পক্ষে সমাজ সেবি মলয় পিট । এই অভিনব উদ্যোগ নেওয়ার জন্য মলয় পিটকে সাধুবাদ জানিয়েছেন মেলার অন্যতম সংগঠক শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রফেসর,ডক্টর,ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সব সম্প্রদায়ের মানুষ। বোলপুরে আদিবাসীদের

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top