নিউজ ডেস্ক ৫ নভেম্বর ২০২০:এই মুহূর্তের সব থেকে বড় খবর, এবার কালিপুজোয় সব ধরনের বাজি নিষিদ্ধ করেছে হাইকোর্ট। অর্থাৎ কোনো ধরনের বাজিই এবার ফাটানো যাবে না। বাজি পুড়লে করোনা সংক্রমণ বাড়তে পারে।

সেই জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।পাশাপাশি, ছট পুজো নিয়েই একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। রাজ্যে সর্বত্র বাজি নিষিদ্ধ।কোথাও বাজি বিক্রি করা যাবে না।সমস্ত বিষয় পুলিশ নিশ্চিত করবে কালীপুজো, দিওয়ালি,ছট পুজোয় নিষিদ্ধ বাজি।১৫০ মিটার বা তার থেকে কম আয়তনের প্যান্ডেলে সর্বাধিক ১৫ জন থাকতে পারবেন।৩০০ স্কোয়ারের মিটারের প্যান্ডেলে ৪৫জন থাকতে পারবেন।সমস্ত মন্ডপ ই দর্শনার্থীদের জন্য নো এন্ট্রি জোন। বিসর্জনে বাজনা এবং আলোকসজ্জা করা যাবে না।
আরও পড়ুন…জিততে পারেন বাইডেন,মসনদ ছাড়তে রাজি নয় ট্রাম্প
পাশাপাশি প্রাথমিক পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের রবীন্দ্র সরবর, সুভাষ সরবরে ছট পুজো নিষিদ্ধ করা যেতে পারে। একইসঙ্গে কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যের আরো সকল উৎসবেও বিধি নিষেধ আরোপ করা হবে বলেই জানা যাচ্ছে।