গান নকল করায় সিআইএসএফ জওয়ান তিন শিশুকে জলে ফেলে দিলেন, মারাত্মক অভিযোগ সামসেরগঞ্জে, অভিযোগ, মদ্য়প অবস্থায় তিন শিশুকে নদীর জলে ফেলে দেন ওই জওয়ান। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার উত্তপ্ত হয়ে ওঠে সামশেরগঞ্জের মালঞ্চ ঘাট সংলগ্ন এলাকায়। এক শিশুর বয়স তিন বছর, অন্য দু’জনের ৫ বছর ও ৬ বছর। যদিও তিনজনই বড় বিপদের হাত থেকে রক্ষা পায়। তবে এদিনের ঘটনার পর সিআইএসএফের ফাঁড়ির সামনে ঘেরাও করে বিক্ষোভ দেখান এলাকার লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত জওয়ান কৃতকর্মের কথা স্বীকারও করেন। এমন অমানবিক কী করে হলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন এলাকার লোকজন। স্থানীয় সূত্রে খবর, রবিবার বিকালে ফিডার ক্যানালের ধারে তিন শিশু খেলা করছিল। আচমকাই তিন শিশুকে তুলে জলে ফেলে দেন অভিযুক্ত। একজন কোনওমতে টলমল পায়ে উঠে এলেও আরও দু’জন জলে খাবি খেতে থাকে।
ওই সিআইএসএফ জওয়ানের দাবি, “আমাকে ওখানে বসে সব গালিগালাজ করছিল। আমি গান গাইছিলাম, তা নকল করছিল ওরা। আমাকে নিয়ে মজা করছিল। আমি তখন নদীর জলে আমার টিফিন বাক্স ধুচ্ছিলাম। এরপর আমি ওদের বলি, যাও স্নান করতে হলে গিয়ে স্নান করো। মানছি একজনকে ঘাড় ধরে জলে ফেলে দিয়েছিলাম। আমার ভুল হয়েছে।”
আরও পড়ুন – পুজোর প্রস্তুতি শুরু পুলিশের, পুজোর ভিড় সামলানোর জন্য কী কী ব্যবস্থা নেওয়া…
স্থানীয় সূত্রে খবর, রবিবার বিকালে ফিডার ক্যানালের ধারে তিন শিশু খেলা করছিল। আচমকাই তিন শিশুকে তুলে জলে ফেলে দেন অভিযুক্ত। একজন কোনওমতে টলমল পায়ে উঠে এলেও আরও দু’জন জলে খাবি খেতে থাকে। এরপরই শুরু হয় হইচই। এলাকার লোকজন ছুটে এসে বাচ্চাদের উদ্ধার করে। যদিও এরপরই অসুস্থ হয়ে পড়ে তারা।
( সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )