জগদ্দলে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। জগদ্দলে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল কয়েকজন মদ্যপ যুবকের বিরুদ্ধে। বছর ত্রিরিশের মৃত যুবকের নাম সন্তোষ কুমার দাস। স্থানীয় সূত্রে জানা গেছে, তার বাড়ি নিউকর্ড রোডের সুন্দিয়া মোড় সংলগ্ন এলাকায়। মৃত যুবকের পরিবার তরফে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর বর্ষবরনের রাতে সন্তোষ কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে গোলঘর বাজারে কিছু কিনতে গিয়েছিল। সেই সময় সেখানে বসে কয়েজন মদ্যপান করছিল।
অভিযোগ,সেই মদ্যপানের আসর থেকে সন্তোষদের লক্ষ্য করে ইট ছোড়া হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তীব্র কথা কাটাকাটি থেকে মারপিট বেধে যায়। মৃত যুবকের দাদা রাজমঙ্গল দাসের অভিযোগ,সেই সময় মদ্যপরা ফোন করে আরও কয়েকজনকে ঘটনাস্থলে ডেকে নেয়। ভাইয়ের সঙ্গীরা ভয়ে পালিয়ে গেলে গোলঘর কালিমন্দিরের সামনে সন্তোষকে একা পেয়ে ওরা এলোপাতাড়ি প্রহার করে। সংকটজনক অবস্থায় ওঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
সেখান থেকে কলকাতার আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। বুধবার রাতে ওই হাসপাতালেই সন্তোষের মৃত্যু হয়। ঘটনার পরদিনই মৃতর দাদা রাজমঙ্গল দাস জগদ্দল থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনায় অভিযুক্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে। ওই যুবকের মৃত্যূর খবর চাউর হতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনায় অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিতে সরব মৃতের পরিবার ও পরিজনরা।
আরোও পড়ুন – মুখ্যমন্ত্রীর নজরে এবার প্রবীণরা,নতুন সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর
উল্লেখ্য, জগদ্দলে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল কয়েকজন মদ্যপ যুবকের বিরুদ্ধে। বছর ত্রিরিশের মৃত যুবকের নাম সন্তোষ কুমার দাস। স্থানীয় সূত্রে জানা গেছে, তার বাড়ি নিউকর্ড রোডের সুন্দিয়া মোড় সংলগ্ন এলাকায়। মৃত যুবকের পরিবার তরফে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর বর্ষবরনের রাতে সন্তোষ কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে গোলঘর বাজারে কিছু কিনতে গিয়েছিল। সেই সময় সেখানে বসে কয়েজন মদ্যপান করছিল। অভিযোগ,সেই মদ্যপানের আসর থেকে সন্তোষদের লক্ষ্য করে ইট ছোড়া হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তীব্র কথা কাটাকাটি থেকে মারপিট বেধে যায়।
মৃত যুবকের দাদা রাজমঙ্গল দাসের অভিযোগ,সেই সময় মদ্যপরা ফোন করে আরও কয়েকজনকে ঘটনাস্থলে ডেকে নেয়। ভাইয়ের সঙ্গীরা ভয়ে পালিয়ে গেলে গোলঘর কালিমন্দিরের সামনে সন্তোষকে একা পেয়ে ওরা এলোপাতাড়ি প্রহার করে। সংকটজনক অবস্থায় ওঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে কলকাতার আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল।