নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা, ৩ অক্টোবর, ২০২০ : গৃহবধুকে জোর করে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণা জেলার ইছাপুর এলাকায়। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ওই যুবককে।
পুলিশ সুত্রের খবর, ধৃত যুবকের নাম ভোলা ওড়াও ওরফে সানি। ঝাড়খণ্ডের রাচি জেলার বাসিন্দা । সন্ধ্যা সরকার নামে এক গৃহবধু তার স্বামী বিপর্যয় সরকারকে নিয়ে পেশার কারনে হাবড়া থানার বদর ইছাপুর এলাকায় দীর্ঘদিন ভাড়া থাকেন এবং একটি ইট ভাটায় কাজ করেন।কিন্তু হঠাৎ করে গৃহবধূর শ্বশুড় অসুস্থ হবার পর তার স্বামী বিপর্যয় বাবু বাবার সঙ্গে দেখা করতে নিজের বাড়ি হিংলি এলাকায় যান।অভিযোগ গৃহবধূ গত ৩০ সেপ্টেম্বর রাতে বদর ইছাপুর এলাকায় ইট ভাটার সামনে স্বামীর বাড়ী ফেরার আসায় রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন ঠিক তখন ঐ ভাটায় কর্মরত দিনমজুর পেশায় গাড়ি চালক ভোলা ওড়াও ওরফে সানি গৃহবধূকে রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে ভাটার মধ্যে ফাঁকা ঘরে নিয়ে যায় । এরপর গলা টিপে ধরে ও মারধোর করে। তারপরই ভয় দেখিয়ে ঐ গৃহবধূকে ধর্ষণ করে । ঘটনার পর গৃহবধূ গতকাল ২সরা অক্টোবর শুক্রবার সকালে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন…মুখ্যমন্ত্রীর ছাড়ের পর শান্তির আশ্বাস মিলল কুটির শিল্পীদের
ধৃতকে হাবড়া থানার পুলিশের পক্ষ থেকে শনিবার দুপুরে বারাসত আদালতে তোলা হয়। পাশাপাশি ধর্ষণের তদন্তে প্রমাণ বা নমুনা সংগ্রহের জন্য গৃহবধূ এবং যুবকের শারীরিক পরীক্ষা করা হয়ছে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে।