প্রতিবন্ধী যুবতীকে অপহরনের অভিযোগ। প্রতিবন্ধী এক যুবতীকে অপহরনের অভিযোগ উঠল তারই নিকট আত্মীয়ের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাসুদেবপুর থানার কাউগাছি-১ পঞ্চায়েতের অম্বিকাপল্লীর কালিতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,২৬ শে জানুয়ারি স্বরস্বতী পুজোর দিন থেকেই ওই এলাকার বাসিন্দা মুক-বধির রাখি দাস নিখোঁজ হয়ে যান। তারপর থেকে ওই যুবতীর কোন খোঁজ পাওয়া যায়নি।
যুবতীর পরিবারের অভিযোগ,মুক-বধীর রাখিকে ফুঁসলিয়ে তুলে নিয়ে গিয়েছে ওর ভগ্নিপতি রবিন সামন্ত ও তার বন্ধু জগন্নাথ মালো ওরফে ছোটু।যদিও এখনও পর্যন্ত দুজনের মোবাইল ফোন সুইচ অফ। নিখোঁজ হওয়ার দিন সন্ধেতে ওই যুবতীর পরিবারের পক্ষ থেকে বাসুদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। এপ্রসঙ্গে যুবতীর বাবা সুরোজিৎ দাসের অভিযোগের সুরে বলেন,পুলিশকে জানানো সত্ত্বেও তারা কোন রকম পদক্ষেপই করছে না। এমনকি দুই অভিযুক্তের মোবাইল টাওয়ার লোকেট করা চেষ্টা করা হচ্ছে না।পুলিস জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন – “মায়েদের থেকেই সময়ের ম্যানেজমেন্ট শেখা উচিত ” দেশের পড়ুয়াদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী
উল্লেখ্য, প্রতিবন্ধী এক যুবতীকে অপহরনের অভিযোগ উঠল তারই নিকট আত্মীয়ের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাসুদেবপুর থানার কাউগাছি-১ পঞ্চায়েতের অম্বিকাপল্লীর কালিতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,২৬ শে জানুয়ারি স্বরস্বতী পুজোর দিন থেকেই ওই এলাকার বাসিন্দা মুক-বধির রাখি দাস নিখোঁজ হয়ে যান। তারপর থেকে ওই যুবতীর কোন খোঁজ পাওয়া যায়নি।
যুবতীর পরিবারের অভিযোগ,মুক-বধীর রাখিকে ফুঁসলিয়ে তুলে নিয়ে গিয়েছে ওর ভগ্নিপতি রবিন সামন্ত ও তার বন্ধু জগন্নাথ মালো ওরফে ছোটু।যদিও এখনও পর্যন্ত দুজনের মোবাইল ফোন সুইচ অফ। নিখোঁজ হওয়ার দিন সন্ধেতে ওই যুবতীর পরিবারের পক্ষ থেকে বাসুদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। এপ্রসঙ্গে যুবতীর বাবা সুরোজিৎ দাসের অভিযোগের সুরে বলেন,পুলিশকে জানানো সত্ত্বেও তারা কোন রকম পদক্ষেপই করছে না। এমনকি দুই অভিযুক্তের মোবাইল টাওয়ার লোকেট করা চেষ্টা করা হচ্ছে না।পুলিস জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।