আজ দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকে রাজ্যপাল

আজ দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকে রাজ্যপাল

সোমবার অভিষেক বন্দোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর দিল্লি রওনা দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর আজ দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন রাজ্যপাল। সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক সি ভি আনন্দ বোসের। এই বৈঠকে অভিষেকের সঙ্গে বৈঠকের কথা অমিত শাহকে জানাবেনবলে মনে করছেন রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ প্রাথমিক দুর্নীতিতে মিথিলেশের জায়গায় ইডির নয়া অফিসার মুকেশ

শাসক দলের পাঁচ দিনের ধর্ণার পর গতকাল রাজ্যপাল অভিষেক সহ আরও ৩০ জনের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত্‍ করেন। এদিন বিকেল ৪ টে ১০ মিনিট থেকে সাড়ে ৪ টা পর্যন্ত চলে যে বৈঠক। সুত্রের খবর, এই বৈঠকে উঠে আসে রাজ্যের বঞ্চিতদের সমস্যা রাজ্যপাল কেন্দ্রের কাছে তুলে ধরবেন জানিয়ে আশ্বাস দেওয়ার পরই সন্ধে নাগাদ রাজভবনের সামনে থেকে ধর্না প্রত্যাহার করে নিয়েছে তৃণমূল।এদিকে তৃণমূলের (TMC) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)।

 

সোমবার সন্ধে সাড়ে ৬ টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন রাজ্যপাল। যার কিছুটা পরেই ছাড়ে দিল্লির বিমান। ধর্না তোলার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্রের সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে বাংলার বঞ্চিতদের সমস্যা নিয়ে আলোচনা করবেন বলেই আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। সোমবার বিকেলে নির্ধারিত সময়ে কাঁধে বঞ্চিতদের তথ্য সম্বলিত কাগজ কাঁধে করে বয়ে রাজভবনে যান অভিষেকরা। সূত্রের খবর, তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে সমস্ত তথ্য খতিয়ে দেখে কেন্দ্রের সঙ্গে কথা বলার আশ্বাসও দেন রাজ্যপাল।

 

রাজ্যের ১০০ দিনের কাজের বকেয়া টাকা সহ একাধিক বঞ্চনার অভিযোগ তুলে দিল্লি অভিযানে গিয়েছিলেন রাজ্যের শাসক দল। তবে সেখানে গিয়ে গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গের দেখা করতে না পারায় দিল্লি থেকে কলকাতা ফিরেই রাজভবন অভিযান করে। পাঁচ দিন ধরে চলে রাজভবনের সামনে অভিষেকের নেতৃত্বে তৃণমূলের ধর্ণা মঞ্চ। ণমূলের যেমন অভিযোগ টাকা আটকে রাখার। তেমনই বিজেপির পাল্টা অভিযোগ, প্রকল্পে একাধিক অনিয়মের প্রমাণ মেলার জেরেই বন্ধ রয়েছে প্রাপ্য টাকা। তৃণমূলের সঙ্গে বৈঠকের কারণেই কি রাজ্যপালের এই দিল্লি সফর ? কেন্দ্রের কোনও প্রতিনিধির সঙ্গে কথা বলতেই কি সিভি আনন্দ বোস দিল্লি রওনা দিলেন ? এই সকল প্রশ্নের উত্তর আশা করা যায় খুব দ্রুতই বাইরে বেরিয়ে আসবে। যদিও বিমানবন্দরে পৌঁছে কোনও মন্তব্য করেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস।

en.wikipedia.org

en.wikipedia.org