এবার দুর্গাপুজোর উদ্বোধনে কলকাতায় আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। উদ্বোধন করবেন সন্তোষ মিত্র স্কয়ারের প্যান্ডেল। নিজের ব্যস্ততার মাঝেও পুজো উদ্বোধনের জন্য সময় বার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। সুত্রের খবর, দ্বিতীয়ার দিন তিনি প্যান্ডেল উদ্বোধন করবেন। উল্লেখ্য, এবার সন্তোষ মিত্র স্কয়ারের পুজোর থিম রামমন্দির। যা অমিত শাহের হাত ধরেই উদ্বোধন হতে চলেছে।
আরও পড়ুনঃ দীঘার অদূরে তালসারির সৈকতে কুমির উদ্ধার
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সফরসূচি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। মাত্র ২ ঘণ্টার ঝটিকা সফরে কলকাতায় আসছেন তিনি। পুজোর উদ্বোধন করেই আবার ফিরে যাবেন। কখন আসবেন তিনি কলকাতায়? সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে কখন যাবেন? কতক্ষণ সময় কাটাবেন সেখানে? এই নিয়ে আমজনতার মধ্যে কৌতুহল তুঙ্গে। এখনও পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যা সফরসূচি রয়েছে, তাতে সোমবার দুপুর ৩টে ২০ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন তিনি। ছত্তীসগঢ়ের রায়পুর থেকে বিশেষ বিমানে শহরে আসছেন তিনি।
বিমানবন্দর থেকে বিএসএফ-এর হেলিকপ্টারে চেপে তিনি চলে আসবেন শিয়ালদহে আইআরসিটিসির হেলিপ্যাডে। তারপর সেখান থেকে সড়কপথে দুপুর ৩টে ৫৫ মিনিট নাগাদ তিনি পৌঁছে যাবেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্যান্ডেলে। সন্তোষ মিত্র স্কোয়ারের ‘রাম মন্দির’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ৫০ মিনিট থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেল ৪টে ৪৫ মিনিটে সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল থেকে বেরবেন তিনি। এরপর আবার আইআরসিটিসির হেলিপ্যাড হয়ে পৌঁছে যাবেন কলকাতা বিমানবন্দরে। বিকেল ৫টা ২০ মিনিটে বিশেষ বিমানে চেপে তিনি আবার উড়ে যাবেন দিল্লির উদ্দেশে।
শুধু সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধনের জন্যই সোমবার কলকাতায় আসছেন তিনি। কলকাতায় শাহর সফরসূচিতে এখনও পর্যন্ত শুধু এই একটিই কর্মসূচি থাকছে। প্রসঙ্গত, সন্তোষ মিত্র স্কোয়ারের এই দুর্গাপুজোর অন্যতম পৃষ্ঠপোষক কলকাতা পুরনিগমের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। গতবছর এখানে লালকেল্লার আদলে পুজোর মণ্ডপ বানানো হয়েছিল। প্রচুর ভিড়ও টেনেছিল সেই মণ্ডপ। ভিড় সামলাতে লাইট অ্যান্ড সাউন্ড শো কিছুক্ষণের জন্য বন্ধও রাখতে হয়েছিল পুজোর উদ্যোক্তাদের। এবার সেই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে অযোধ্যার রামমন্দিরের আদলে। গতবছর এখানে লালকেল্লার আদলে পুজোর মণ্ডপ বানানো হয়েছিল। প্রচুর ভিড়ও টেনেছিল সেই মণ্ডপ। ভিড় সামলাতে লাইট অ্যান্ড সাউন্ড শো কিছুক্ষণের জন্য বন্ধও রাখতে হয়েছিল পুজোর উদ্যোক্তাদের। এবার সেই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে অযোধ্যার রামমন্দিরের আদলে।