অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)  দেহরক্ষীর বার্ষিক আয়  দেড় কোটি টাকা!‌

অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)  দেহরক্ষীর বার্ষিক আয়  দেড় কোটি টাকা!‌

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Amitabh Bachchan
অমিতাভ বচ্চনের  (Amitabh Bachchan)  দেহরক্ষীর বার্ষিক আয়  দেড় কোটি টাকা!‌
ছবি সংগ্রহে সাইন টিভি

 

বিগ বি’‌ অমিতাভ বচ্চনের  (Amitabh Bachchan)  দেহরক্ষীর বার্ষিক আয়  দেড় কোটি টাকা!‌ এই তথ্য প্রকাশ্যে আসতেই তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে বাণিজ্যনগরী মুম্বইতে। অমিতাভ বচ্চনের দেহরক্ষী জিতেন্দ্র শিন্ডের এই বিপুল আয়ের খবর প্রকাশ্যে আসতেই তাঁকে দ্রুত বদলি করা হয়েছে। এমনকি বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।

 

২০১৫ সালে মুম্বই পুলিশের কনস্টেবল শিন্ডেকে অমিতাভ বচ্চনের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছিল। সম্প্রতি জানা গেছে, শিন্ডের বার্ষিক আয় দেড় কোটি টাকা। অমিতাভ বচ্চন নাকি অন্য কেউ–শিন্ডেকে এত টাকা কে দিল?‌ তা নিয়ে তোলপাড় মুম্বই।

 

অভিযুক্ত কনস্টেবল শিন্ডের দাবি, তিনি একটি নিরাপত্তা প্রদানকারী সংস্থা চালান। সূত্রের খবর, শিন্ডের নিরাপত্তা সংস্থা একাধিক সেলেব্রিটি ও প্রভাবশালীকে নিরাপত্তা প্রদান করে। শিন্ডে পুলিশকে জানিয়েছেন, তাঁর স্ত্রী বকলমে নিরাপত্তা সংস্থা দেখাশোনা করেন। অমিতাভের (Amitabh Bachchan)  কাছ থেকে তিনি দেড় কোটি টাকা পাননি বলেও তদন্তকারীদের জানিয়েছেন শিন্ডে। মুম্বই পুলিশের নিয়ম বলছে, কোনও কর্মী একটি স্থানে ৫ বছরের বেশি কাজ করতে পারেন না। কিন্তু শিন্ডে বচ্চনের নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছেন ২০১৫ সাল থেকে। অমিতাভ এক্স ক্যাটেগরি নিরাপত্তা পান। তাঁকে সর্বক্ষণ ঘিরে রাখেন দুই কনস্টেবল। তাঁদেরই একজন শিন্ডে। এখন বিপুল আয়ের কথা প্রকাশ্যে আসার পর শিন্ডেকে দক্ষিণ মুম্বইয়ের একটি থানায় বদলি করা হয়েছে।

 

আর ও পড়ুন    নুসরত জাহানের হয়ে এবার মুখ খুললেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)

 

মুম্বাই পুলিশের হেড কনস্টেবল জিতেন্দ্র শিন্ধে, যিনি ২০১৫ সাল থেকে বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের দেহরক্ষী হিসেবে নিয়োজিত, তাঁকে গতকাল বৃহস্পতিবার দক্ষিণ মুম্বাইয়ের ডি বি মার্গ পুলিশ স্টেশনে বদলি করা হয়েছে। অভিযোগ, জিতেন্দ্রর বছরে আয় দেড় কোটি রুপি।

 

জানা গিয়েছে,  জিতেন্দ্র শিন্ধের বছরে আয় দেড় কোটি রুপি, এমন অভিযোগ ওঠার পরে মুম্বাই সিটি পুলিশ কমিশনার হেমন্ত নাগরালে বৃহস্পতিবার তাঁকে দক্ষিণ মুম্বাইয়ের ডি বি মার্গ পুলিশ স্টেশনে বদলি করেছেন। এ নিয়ে বিভাগীয় তদন্ত চলছে। জিতেন্দ্র শিন্ধে ওই অঙ্কের অর্থ বিগ বচ্চনের কাছ থেকে নিয়েছেন, না কি অন্যত্র থেকে; তা খতিয়ে দেখছে পুলিশ।

 

খবরে প্রকাশ, পুলিশ কর্তৃপক্ষকে জিতেন্দ্র শিন্ধে জানিয়েছেন, তিনি একটি সিকিউরিটি এজেন্সি পরিচালনা করেন এবং ওই এজেন্সি বিখ্যাত তারকাদের নিরাপত্তারক্ষী নিয়োগের কাজ করে। তিনি জানিয়েছেন, ওই সিকিউরিটি বিজনেস পরিচালনা করেন তাঁর স্ত্রী। শিন্ধে আরও জানিয়েছেন, অমিতাভ বচ্চন তাঁকে দেড় কোটি রুপি পারিশ্রমিক দেন না।

 

মুম্বাই পুলিশ বলছে, একজন পুলিশ এক স্থানে পাঁচ বছর থাকতে পারেন না, কিন্তু শিন্ধে ২০১৫ সাল থেকে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)  সঙ্গে রয়েছেন। তিনি অভিনেতাদের অন্যতম প্রিয় দেহরক্ষী। টাইমস অব ইন্ডিয়া খবরে জানিয়েছে, নাগরালের নতুন নির্দেশনা অনুযায়ী শিন্ধেকে বদলি করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top