Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
প্রতি রবিবার ভক্তদের সঙ্গে ‘জলসা’র বাইরে দেখা করেন বিগ-বি।

বাড়ির বাইরে ভক্তদের সঙ্গে কেন সর্বদা খালি পায়ে দেখা করেন অমিতাভ?

বাড়ির বাইরে ভক্তদের সঙ্গে কেন সর্বদা খালি পায়ে দেখা করেন অমিতাভ?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বাড়ির বাইরে ভক্তদের সঙ্গে কেন সর্বদা খালি পায়ে দেখা করেন অমিতাভ? প্রতি রবিবার ভক্তদের সঙ্গে ‘জলসা’র বাইরে দেখা করেন বিগ-বি। তাঁর এক ঝলক পাওয়ার আশায় হা-পিত্যেশ করে থাকে ভক্তকুল। কিন্তু কেন সব সময় ভক্তদের সঙ্গে খালি পায়েই দেখা করেন বিগ-বি? ফাঁস করলেন তিনি। তাঁর কথায়, “মন্দিরে তো মানুষ খালি পায়েই যায়। আমার শুভান্যুধায়ীরা আমার কাছে মন্দিরের মতো।” সেই কারণেই এ হেন সিদ্ধান্ত তাঁর। শুধু তাই নয়, ভক্তদের যাতে কোনওরকম কষ্ট না হয় সে ব্যবস্থাও করেছেন বলে জানিয়েছেন অমিতাভ। তিনি ব্লগে লেখেন, “আমার মনে হয় ওই গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করা মোটেও সহজ ব্যাপার না। সেই কারণেই গেটের বাইরে আমি জলের ব্যবস্থা করেছি যাতে তাঁরা লেবু জল খেয়ে তেষ্টা মেটাতে পারেন।”

 

 

 

 

তবে তাঁর যে স্টারডম কমেছে, এ কথা মানতে নারাজ তাঁর ভক্তরা। তাঁদের কাছে আজও তিনি ‘শাহেনশাহ’। এই মুহূর্তে পরপর কাজে ব্যস্ত তিনি। কিছু দিন আগেই শারীরিক অসুস্থতা কাটিয়ে উঠেছেন। সেই আপডেটও দিয়েছিলেন ভক্তদের। আপাতত সেই বিপদ কেটে তিনিও লেগে পড়েছেন নতুন উদ্যমে।

 

 

 

আরও পড়ুন – কারা ভাঙল সোভিয়েত আমলের বাঁধ? কয়েক ঘণ্টায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে বন্যার আশঙ্কা,

 

 

 

৮০ বছর পার করেছেন তিনি। বয়সের ভার গ্রাস করেছে তাঁকে। মনের দিক থেকে আজও তিনি অষ্টাদশী, কিন্তু সময় যে থেমে থাকে না। কিছু দিন আগেই ‘জায়গা হারানোর ভয়’ নিয়ে অকপট স্বীকারোক্তি করেন বিগ-বি। জানিয়েছিলেন প্রতি রবিবারই তাঁর মনে হতে থাকে, ভক্তরা আদপে আসবে তো? তিনি লেখেন, “আসবে নাকি আসবে না– এই প্রশ্নই বারংবার ঘুরে ফিরে আসে। চ্যাপলিনের সেই প্রশ্ন। দীর্ঘ বিরতির পর চ্যাপলিন যখন অ্যাকাদেমি পুরস্কার সংগ্রহ করতে ফিরেছিলেন, তখন তাঁরও মনে প্রশ্ন জেগেছিল, “এই যে মঞ্চে গিয়ে দাঁড়াব, তাঁরা কি আমার জন্য করতালি দেবেন?” যত বড় তারকাই হন না কেন– একটা বয়সের পর নিজেকে নিয়ে সন্দেহ যে জেগেছিল চ্যাপলিনেরও, সেই কথাই যেন মনে করিয়ে দিয়েছেন তিনি। এখানেই শেষ নয়, কিছু দিন আগেই আরও এক হৃদয় বিদারক লেখা লিখেছিলেন বিগ-বি। ‘সানডে দর্শন’-এ লোক সমাগম কমতে শুরু করেছে, তা বুঝতে পেরে তিনি লেখেন, “আমি লক্ষ্য করেছি লোক কম আসছেন। আনন্দের সেই চিৎকার বন্দি হচ্ছে মুঠোফোনে। সেই উত্তেজনাও যেন কমেছে আগের থেকে… আর তাই যেন প্রমাণ করে দিচ্ছে সময়ের পরিবর্তন ঘটেছে। আর কোনও কিছুই চিরস্থায়ী নয়।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top