পাঁজরে চোট পাওয়ার পর এখন কেমন আছেন বিগ বি?

পাঁজরে চোট পাওয়ার পর এখন কেমন আছেন বিগ বি?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পাঁজরে চোট পাওয়ার পর এখন কেমন আছেন বিগ বি? শ্যুটিং করতে গিয়ে আগেও চোট পেয়েছেন। কিন্তু, এবার লড়াইটা বয়সের সঙ্গেও। কিন্তু, তিনি তো বলিউডের (Bollywood) ‘শাহেনশা’। সমস্ত প্রতিকূলতা কাটিয়ে উঠতে তাঁর জুড়ি মেলা ভার। যেমনটা দেখা গিছে রিল-লাইফে, রিয়েল লাইফেও। সম্প্রতি, হায়দরাবাদে (Hyderabad) শ্যুটিং চলাকালীন পাঁজরে চোট পেয়েছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তাতে ভক্তদের কপালে চিন্তার ভাঁজ দেখা যায়। সমাজমাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে একের পর এক পোস্ট করেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাঁর অগণিত ভক্ত। একটু সুস্থ হতেই তাঁদের কৃতজ্ঞতা জানাতে ভুললেন না বিগ বি। পাশাপাশি ব্লগ পোস্ট করে তিনি জানালেন, বুক বাঁধা অবস্থায় বিশ্রাম নিচ্ছেন তিনি। সম্পূর্ণ সুস্থ হওয়ার পর আবার কাজ শুরু করে দেবেন।

 

 

 

কাজ চলছে ‘প্রোজেক্ট K’ সিনেমাটির। সেই ছবিরই শ্য়ুটিং চলাকালীন আহত হন বিগ বি। ডানদিকের পাঁজরে চোট লাগে অমিতাভ বচ্চনের। পাঁজরের কার্টিলেজ ভেঙে যায় তাঁর। ‘প্রোজেক্ট কে’ ছবির জন্য একটি অ্যাকশন দৃশ্যের শ্যুট করতে গিয়েই আহত হন । পাঁজরের পেশিতে চিড় ধরেছে। ফলে, শ্যুটিং বাতিল করে মুম্বইয়ে ফিরতে হয়েছে অমিতাভকে। তার আগে চিকিৎসককে দেখিয়ে সিটি স্ক্যান করিয়ে নেন অমিতাভ। ব্লগে নিজেই একথা জানান অভিনেতা।’প্রোজেক্ট K’ ছবিতে অমিতাভের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও প্রভাসকে (Prabhas)।

 

 

ব্লগে অমিতাভ লিখেছেন, “যাঁরা আমি চোট পাওয়ার পর উদ্বেগ-প্রকাশ করেছিলেন, প্রথমেই তাঁদের কৃতজ্ঞতা ও ভালবাসা জানাই। আপনারা আমার শারীরিক অবস্থা নিয়ে যে এত খোঁজ রেখেছেন, তাতে আমি অভিভূত। ধীরে ধীরে আমার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। সময় লাগবে। চিকিৎসকরা বিশ্রাম ও বুক বেঁধে রাখার পরামর্শ দিয়েছেন। সেই অনুযায়ী চলছি। সমস্ত কাজ থমকে আছে। অবস্থার উন্নতি হলে আবার কাজ শুরু করে দেব। কিন্তু, আপনাদের জন্য প্রচুর কৃতজ্ঞতা রইল।”

 

আরও পড়ুন – দোলের দিন স্বামীর জন্য মন খারাপ কোয়েলের,স্বামীর বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে কোয়েল…

 

এর পাশাপাশি উৎসবের তারিখ নিয়ে বিভ্রান্তির মধ্যেই সোমবার কীভাবে তাঁরা হোলিকা দহন পালন করেছেন, তা শেয়ার করেছেন অভিনেতা। তিনি লিখেছেন, “হোলির তারিখ নিয়ে বিভ্রান্তির মধ্যেই, জলসায় গতরাতে হোলিকা দহন হয়েছে। আজ হোলি খেলা হচ্ছে। আগামীকালও হবে। আমি বিশ্রাম নিচ্ছে এবং সেরে উঠছি। কিন্তু আনন্দের এই উৎসবে আপনাদের জন্য শুভেচ্ছা রইল। হোলির রং আপনাদের জীবনেও বহু রং আনুক।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top