শারীরিক অসুস্থতার কারণে বিরতিতেই থাকছেন অমিতাভ ,কেমন আছেন এখন অমিতাভ বচ্চন (Amitabh Bachhan)? শেষ সপ্তাহেই শুটিং সেটে ফেরার খবর মিলেছিল। স্বস্তি ফিরেছিল ভক্তমনে। তবে হঠাৎ এমন কী হল, যাতে আবারও শুটিং থেকে বিরতি নিতে হল বিগ বি-কে? ধীরে-ধীরে সুস্থ হয়ে উঠছিলেন বিগ-বি। ব্লগের মাধ্যমে নিজেই জানিয়েছিলেন শারীরিক স্থিতির কথা। দুর্ঘটনার খবর মেলার পরই তাঁকে নিয়ে উদ্বেগে তুঙ্গে ওঠে গোটা দেশের। প্রিয় বিগ বি(Big B)-র দ্রুত আরোগ্য কামনায় মরিয়া হয়ে পড়েন সকলেই। ৫ মার্চ ‘প্রজেক্ট k(Project K)‘র একটি অ্যাকশন দৃশ্যে গুরুতর আহত হয়েছিলেন তিনি। নিজের খবর জানিয়ে ব্লগে বিগ বি লিখেছিলেন, ”হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’-এর শুটিং চলছিল, অ্যাকশন শটের সময় আমি আহত হয়েছি .. পাঁজরের কার্টিলেজ ভেঙে গিয়েছে এবং ডান পাঁজরের পেশী ছিঁড়ে গিয়েছে .. শ্যুট বাতিল করা হয়েছিল .. হাসপাতালে সিটিস্ক্যান করা হয়। হায়দরাবাদে এবং বাড়ি ফিরে চলতে থাকে চিকিৎসা … বিশ্রামের পরামর্শ দেন .. হ্যাঁ বেদনাদায়ক .. নড়াচড়া করতে এবং শ্বাস-প্রশ্বাসে কষ্ট .. কয়েক সপ্তাহ সময় লাগবে বলেও জানান তিনি .. ব্যথার জন্য কিছু ওষুধও চালু আছে …”।
চোট পাওয়ার আগে পরিচালক ঋভু দাশগুপ্তর ছবি ‘Section 84’-সই করেন অভিনেতা। সব ঠিক থাকলে এতদিনে শ্যুটিং শুরু হয়ে যাওয়ার কথা। তিনি নিজেও তাড়াতাড়ি বড় পর্দায় ফিরতে চান, জানিয়েছিলেন সেকথাও। তবে তা আর হল না! আপাতত কিছুদিন আরও বিশ্রামে থাকবেন তিনি। এমনটাই ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। তাহলে কবে শুরু হবে ছবির শুটিং? তা নিয়ে এখনও ধোঁয়াশা বর্তমান।
আরও পড়ুন – ‘পুষ্পা জিন্দা হ্যায়’, টিজ়ারে আল্লুকে দেখে ঝড় নেটাপাড়ায়
কেটে গিয়েছে প্রায় এক মাস। পরিবারের যত্ন ও ভালবাসায় ধীরে-ধীরে সেরে উঠছেন অভিনেতা। তবে কী এমন ঘটল যার জন্য আবারও বিরতিতে যাচ্ছেন তিনি? না, বিষয়টা আবারও বিরতির নয়। বচ্চন পরিবার সূত্রে খবর নিত্যদিন শুটিংয়ে যাওার অবস্থায় এখনও পৌঁছায়নি অমিতাভ। মাঝে মধ্যে বেরতেই পারেন। তবে রোজ শুটিং করতে হলে আরও একটু সময় লাগবে। তাই এখনই ছবির সেটে ফেরা নয়। ওঁর বয়সের কথা ভেবেই এই সিদ্ধান্ত গ্রহণ বলেও মিলছে খবর।