সবং কলেজে চালু হলো আমলা কোচিং সেন্টার

সবং কলেজে চালু হলো আমলা কোচিং সেন্টার। রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়ার উদ্যোগে সবং সজনীকান্ত কলেজে চালু হলো আইএস , আইপিএস , ডব্লু বিসিএস , ডব্লু বিপিএস কোচিং সেন্টার। সবং , পিংলা , ময়না , ভবগবানপুর , নারায়ণগড় ব্লকের আগ্রহী শিক্ষিত যুবক যুবতীরা যাঁরা নিজেদের আগামী দিনে আমলা হিসেবে গড়ে তুলতে চান অথচ আর্থিক সঙ্গতি নেই তাঁদের সেই চাহিদা পূরণ করবে সবং এর বিধায়কের এই উদ্যোগ।

 

শনিবার দুপুরে কলেজের অডিটোরিয়ামে এবিষয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক আয়েশা রানী এ । তিনি আমলা পরীক্ষার প্রস্তুতির জন্য বহু বই এদিন কলেজের অধ্যক্ষ ডঃ তপন দত্তের হাতে তুলে দেন। তিনি জানান , এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে জানতে পেরে উপস্থিত থাকার ইচ্ছে প্রকাশ করেছেন। তিনি কিভাবে আইএস পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন উপস্থিত হবু আমলাদের কাছে তা তুলে ধরেন।

 

যা শুনে তাঁরা আপ্লুত হয়ে যান। রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া জানান , তিনি এই কলেজের পরিচালন সমিতির সভাপতি। সবং এর পাশাপাশি থাকা বেশ কয়েকটি ব্লকের শিক্ষিত যুবক যুবতীদের আমলা হওয়ার পাঠক্রমে র জন্য মেদিনীপুর , খড়গপুর , কলকাতা বা দুর্গাপুর যেতে হয়। তাঁরা যদি কাছাকাছি এমন কোনো কোচিং সেন্টার পান তবে ভালো হয়।

 

কিভাবে এই ধরনের কোচিং সেন্টার শুরু করা যায় সেবিষয়ে চিন্তা ভাবনা করেছেন। আলোচনা করেছেন জেলা প্রশাসনের সঙ্গে , কলেজের অধ্যক্ষ , অধ্যাপকদের সঙ্গে । তাঁরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
যাতে গরিব পরিবারের ছেলে মেয়েরা সহজে এই কোচিং নিতে পারে এজন্য মন্ত্রী এদিন কলেজের অধ্যক্ষর হাতে ২ লক্ষ টাকা তুলে দেন।

আরও পড়ুন – বিনা নোটিশে জাতীয় সড়কের টোল প্লাজা খোলায় ধুন্ধুমার রায়গঞ্জে

সাহায্যের হাত বাড়িয়েছেন আমেরিকা নিবাসী মন্ত্রীর ডাক্তার পুত্র কৌশিক ভুইঁয়া ও তাঁর সহধর্মিণী সায়ন্তিকা ভুঁইয়া । তাঁরা একটি ফান্ড গড়ে তুলেছেন । এরফলে গরিব পরিবারের ছেলে মেয়েরা বিনামূল্যে কোচিং নিতে পারবেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক গীতা রানী ভুঁইয়া , সবং পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য আবু কালাম বক্স সহ আরো অনেকে।