Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
লন্ডনের বিমান ধরে ভারত ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন তিনি।

অমৃতপালের স্ত্রী কিরণদীপকে বিমানবন্দরে থেকে আটক ,পালিয়ে কোথায় যাচ্ছিলেন সে?

অমৃতপালের স্ত্রী কিরণদীপকে বিমানবন্দরে থেকে আটক ,পালিয়ে কোথায় যাচ্ছিলেন সে?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

অমৃতপালের স্ত্রী কিরণদীপকে বিমানবন্দরে থেকে আটক ,পালিয়ে কোথায় যাচ্ছিলেন সে? বৃহস্পতিবার (২০ এপ্রিল), অমৃতসর বিমানবন্দর থেকে লন্ডনের বিমান ধরার পথে আটকানো হল কিরণদীপ কওরকে। তিনি, পলাতক খালিস্তানপন্থী স্বঘোষিত ধর্মগুরু অমৃতপাল সিং-এর স্ত্রী। এদিন লন্ডনের বিমান ধরে ভারত ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু, ইমিগ্রেশন বিভাগের কর্তারা বিমানবন্দরেই তাঁকে আটকান। প্রথমে শোনা গিয়েছিল পঞ্জাব পুলিশ তাঁকে আটক করেছে। পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এখনও পর্যন্ত অমৃতপাল সিং-এর স্ত্রীকে আটক করা হয়নি। তবে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিরণদীপ পঞ্জাবে জন্মেছিলেন। তবে, ছোটবেলাতেই পরিবারের সঙ্গে ব্রিটেনে চলে গিয়েছিলেন। সেই থেকে তিনি ইংল্যান্ডেই থাকতেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাঁকে বিবাহ করেছেন অমৃতপাল।

 

 

 

 

 

গত ১৮ মার্চ, অমৃতপাল এবং তাঁর প্রতিষ্ঠিত দল ‘ওয়ারিশ পঞ্জাব দি’র সদস্যদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করেছিল পঞ্জাব পুলিশ। তার কয়েকদিন আগেই, অমৃতপাল এবং তাঁর সাঙ্গপাঙ্গরা সশস্ত্র অবস্থায় পঞ্জাবের এক থানায় হামলা চালিয়েছিল। অমৃতপালের এক সঙ্গীকে পুলিশ আটক করেছিল। তাকে ছাড়িয়ে নিয়ে গিয়েছিল তারা। এরপরই অমৃতপাল ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের বিরুদ্ধে অভিযান শুরু করে পঞ্জাব পুলিশ। তাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা, হত্যার চেষ্টা, পুলিশের উপর হামলা এবং সরকারি কর্মীদের কর্তব্য পালনে বাধাদান-সহ ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় মামলা করা হয়েছে।

 

 

 

 

তবে, অভিযান শুরুর পর থেকে একমাস পেরিয়ে গেলেও অমৃতপালকে এখনও ধরা যায়নি। এর মধ্যে সাফল্য বলতে তাঁর ছায়াসঙ্গী পপলপ্রীত সিং-কে ধরতে পেরেছে পুলিশ। এদিন লন্ডন যাওয়ার পথে বাধা দেওয়া হল তাঁর স্ত্রী কিরণদীপকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পলাতক চরমপন্থী ধর্মগুরুর কোনও খোঁজ মেলে কিনা, সেটাই দেখার।

 

 

আরও পড়ুন –  বহিস্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠি মামলায় হাইকোর্টে জমা পড়ল সিসিটিভি ফুটেজ

 

 

পঞ্জাব পুলিশের এক পদস্থ কর্তা জানিয়েছেন, কিরণদীপ কওর যে কোনও উপায়ে ভারতের সীমানা অতিক্রম করতে চেয়েছিলেন। বৃহস্পতিবার তিনি এয়ার ইন্ডিয়া এআই ১৬৯ ফ্লাইটে চড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ইমিগ্রেশন বিভাগের কর্তারা তাঁকে বিমান বন্দরে প্রবেশ করতে বাধা দেয়। পঞ্জাব পুলিশের সন্দেহ, ওয়ারিস পাঞ্জাব দি-এর জন্য বিদেশ থেকে অর্থ সংগ্রহ করছেন কিরণদীপ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top