Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
পঞ্চায়েত ভোটের প্রচারে পুলিশের বিরুদ্ধে সুর চড়ালেন সুকান্ত মজুমদার

‘বিজেপি কর্মীদের গুলি করার হুমকি দিচ্ছে পুলিশ’, বিস্ফোরক অভিযোগ সুকান্তর ,

‘বিজেপি কর্মীদের গুলি করার হুমকি দিচ্ছে পুলিশ’, বিস্ফোরক অভিযোগ সুকান্তর ,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘বিজেপি কর্মীদের গুলি করার হুমকি দিচ্ছে পুলিশ’, বিস্ফোরক অভিযোগ সুকান্তর , পঞ্চায়েত ভোটের প্রচারে এবার পুলিশের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। কার্যত হুঁশিয়ারি দিলেন স্থানীয় থানার ওসির বিরুদ্ধে। সুকান্তর অভিযোগ, বিজেপির সভা বানচাল করার চেষ্টা করেছে পুলিশ। এমনকী বিজেপি কর্মীরা যখন গতরাতে সভার প্রস্তুতিতে পতাকা বাঁধছিলেন, তখন তাঁদের গুলি করে দেওয়ার হুমকি দিয়েছে পুলিশ। অভিযোগ সুকান্ত মজুমদারের। সুকান্তর প্রশ্ন, ‘পুলিশ কি এই দায়িত্ব পালন করতে এখানে এসেছে? পুলিশের তো দায়িত্ব নিরপেক্ষ ভূমিকা পালন করা।’ সভা মঞ্চ থেকে স্থানীয় থানার ওসিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সুকান্ত। বললেন, ‘চ্যালেঞ্জ করছি, একজন কর্মীকে গুলি করে দেখান। হাইকোর্ট আছে। যদি আপনার খাকি উর্দি খুলে দিতে না পারি, আমার নামও সুকান্ত মজুমদার নয়।’

 

 

 

 

 

 

এদিকে বিজেপির রাজ্য সভাপতির বক্তব্যের কড়া সমালোচনা করেছে জেলা তৃণমূল নেতৃত্বও। তৃণমূলের দাবি, পুলিশ নিরপেক্ষই রয়েছে। শাসক দলের তৃণমূল জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায়ের কথায়, পুলিশ সাধারণ মানুষের জন্য কাজ করছে। বিজেপি শিবির থেকে পুলিশকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে বলে দাবি তৃণমূল নেতার। তৃণমূল যে এটিকে কখনোই সমর্থন করে না, তাও জানিয়ে দিলেন তিনি।

 

 

 

 

আরও পড়ুন –  পায়ে চোট নিয়ে  এবার ঘরে বসেই ভার্চুয়াল প্রচারে নামছেন মমতা

 

 

 

 

পুলিশ প্রশাসনকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি। পুলিশ কি শাসকের ‘দালালি’ করে? প্রশ্ন সুকান্তর। বললেন, ‘এখনও সময় আছে শুধরে যান। বড় বড় আইপিএসদের সিবিআই তুলে নিয়ে যাচ্ছে। আপনাকেও তুলে নিয়ে যেতে দু’মিনিটও সময় লাগবে না।’ একইসঙ্গে দলীয় কর্মী ও সমর্থকদের উদ্দেশেও বার্তা দিয়ে রাখলেন তিনি। শাসক শিবির থেকে বিজেপি কর্মী ও সমর্থকদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ তাঁর। বললেন, ‘যদি কেউ বুথে ভোট লুঠ করতে আসে, লাঠি দিয়ে শায়েস্তা করুন। আমি জামিন করিয়ে নিয়ে আসব।’ আসন্ন পঞ্চায়েতেও ভাল ফলের ব্যাপারেও বেশ আশাবাদী সুকান্ত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top