চলতি সপ্তাহে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল শিয়ালদহে, দেখে নিন সেই তালিকা…. কোন কোন ট্রেন বাতিল ? চলতি সপ্তাহের শেষে ফের একগুচ্ছ ট্রেন বাতিল (Local Train Cancelled) হতে চলেছে শিয়ালদহে (Sealdah) । সিগন্যাল সিস্টেমের রক্ষনাবেক্ষণের কাজ চলবে, সেই সঙ্গে কাজ চলবে থার্ড লাইনে। সে কারণে শিয়ালদহ (Sealdah) থেকে শান্তিপুর (Shantipur) , নৈহাটির একাধিক লোকাল ট্রেন (Local Train) বাতিল থাকছে শনিবার ও রবিবার। কিছু ট্রেনের যাত্রাপথও আবার সংক্ষিপ্ত করা হচ্ছে। শনিবার রাত ১২টা থেকে ভোর ৪টে ৪৫ পর্যন্ত সিগন্য়াল রক্ষণাবেক্ষণের কাজ চলবে কল্যাণীতে। সে কারণে শনিবার শিয়ালদহ (Sealdah) থেকে বাতিল থাকছে আপ ০৩১৩৯। ১৬ তারিখ বাতিল থাকছে ৩১৫১১। রবিবার শান্তিপুর (Shantipur) থেকে বাতিল থাকছে ৩১৫১২ ডাউন লোকাল। ওই দিনই নৈহাটি থেকে বাতিল থাকছে 31191 ডাউন লোকাল।
শনি ও রবিবার নৈহাটি-হালিশহরের মধ্যে থার্ড লাইনের কাজ চলবে। নৈহাটি ও ব্যান্ডেল থেকে 37557, 37558 লোকাল বাতিল থাকছে। 13106 বালিয়া – শিয়ালদহ এক্সপ্রেস (Sealdah Express) , 13136 জয়নগর – কলকাতা সাপ্তাহিক এক্সপ্রেস, 13156 সীতামারহি – কলকাতা মিথিলাঞ্চল এক্সপ্রেসের মতো বেশ কিছু ট্রেনের (Train) যাত্রপথেও খানিক বদল হচ্ছে।
আরও পড়ুন – ট্রেনে করে এসে ‘খুন’,১২ ঘণ্টায় লেকটাউনের দমকলকর্মী খুনের ঘটনার কিনারা করল পুলিশ
আরও পড়ুন – তিহাড় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগই করা গেল না, কেষ্টর জামিনের আর্জি জানানো হল…
শনিবার 03198 লালগোলা-শিয়ালদহ (Sealdah) মেমু প্যাসেঞ্জার শিয়ালদহের (Sealdah) পরিবর্তে রানাঘাট (Ranaghat) পর্যন্ত আসবে। পাশাপাশি রবিবার 31312 কল্যাণী সীমান্ত-শিয়ালদহ (Sealdah) লোকাল কল্যাণী সীমান্তের পরিবর্তে নৈহাটি থেকে ছাড়বে। পাশাপাশি 03172 লালগোলা – শিয়ালদহ (Sealdah) প্যাসেঞ্জার স্পেশাল ও 31811 শিয়ালদহ (Sealdah) – কৃষ্ণনগর প্যাসেঞ্জারের টাইমিংও কিছুটা পরিবর্তন হচ্ছে। শনিবার রাত ১২টা থেকে ভোর ৪টে ৪৫ পর্যন্ত সিগন্য়াল রক্ষণাবেক্ষণের কাজ চলবে কল্যাণীতে। সে কারণেও বাতিল থাকছে একাধিক লোকাল (Local Train)।
( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )