ট্রেন বাতিল হাওড়া-বর্ধমান শাখায়, কবে আর কখন সমস্যায় পড়ার জেনে নিন

ট্রেন বাতিল হাওড়া-বর্ধমান শাখায়, কবে আর কখন সমস্যায় পড়ার জেনে নিন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ট্রেন বাতিল হাওড়া-বর্ধমান শাখায়, কবে আর কখন  সমস্যায় পড়ার জেনে নিন,গত বছরের শেষ থেকে এখনও পর্যন্ত হাওড়া (Howrah Station), শিয়ালদা (Sealdah Station) শাখায় নানা কারণে দফায় দফায় বাতিল হয়েছে বহু লোকাল (Local Train)। চরম ভোগান্তি পোহাতে হয়েছে নিত্যযাত্রীদের। সেই রেশ এখনও কাটছে না। ফের একগুচ্ছ লোকাল বাতিল হাওড়া শাখায়। চলতি মাসের ১২, ১৬ ও ১৯ তারিখে হাওড়া-বর্ধমান শাখায় বাতিল থাকছে একাধিক ট্রেন। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে ট্রেন বাতিলের কথা জানাচ্ছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

 

 

 

 

যদিও ওয়াকিবহাল মহলের দাবি, যে তিনদিন ট্রেন বাতিল থাকছে তারমধ্যে ২ দিন রবিবার পড়েছে। সাধারণত রবিবার ট্রেন অফিসযাত্রীদের ভিড় কিছুটা কম হয়। তাই বাতিলের কারণে দুর্ভোগ বাড়লেও খানিকটা স্বস্তিতে অফিসযাত্রীরা। এদিকে গত বছরের শেষে ও চলতি বছরের শুরুতে শক্তিগড় স্টেশনের কাছে কাজ চলার জন্য দীর্ঘদিন হাওড়া-বর্ধমান শাখায় বাতিল রয়েছে একাধিক লোকাল। পরবর্তীতে বর্ধমান স্টেশনে ওভারব্রিজের কাজ চলার কারণেও দফায় দফায় বাতিল হয়েছিল বহু লোকাল। শিয়ালদা-চন্দনপুর ফোর্থ লাইনের কাজের জেরেও বিগত কয়েক মাসে কয়েক দফায় হাওড়া-বর্ধমান (Howrah-Bardhaman) কর্ড শাখায় বাতিল হয়েছে। এবার নতুন করে ট্রেন বাতিলের খবরে স্বভাবতই উদ্বেগ বাড়ছে এই শাখার যাত্রীদের মধ্যে।

 

 

আরও পড়ুন –  ইডির হাতে গ্রেফতার কুন্তল-ঘনিষ্ঠ শান্তনু বন্দ্যোপাধ্যায়

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে হাওড়া-বর্ধমান শাখায় বেলমুড়ি ও চেরাগ্রাম স্টেশনের মধ্যে রেল লাইনের রক্ষণাবেক্ষণের কাজ চলবে এই মাসের তিনদিন। সে কারণেই সামনের রবিবার, বৃহস্পতিবার বাতিল থাকছে ট্রেন। সামনের সপ্তাহের রবিবারও এই শাখায় বাতিল থাকছে ট্রেন। বাতিলের তালিকায় থাকছে 36836 & 36840 ডাউন বর্ধমান-হাওড়া লোকাল। বাতিল থাকছে ডাউন 36086 ডাউন মশাগ্রাম-হাওড়া লোকাল। বাতিল থাকছে আপ 36825, 36829, 36085 হাওড়া-বর্ধমান লোকাল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top