নিয়োগ মামলায় জমা পড়ল আরও একটি চার্জশিট, রয়েছে তিন জনের নাম, নিয়োগ দুর্নীতি মামলায় এবার জমা পড়ল আরও একটি চার্জশিট। মঙ্গলবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে নিয়োগ মামলার একটি চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। নবম-দশমের নিয়োগ সংক্রান্ত মামলায় আগেই একটা চার্জশিট জমা পড়েছিল। এবার সেই একই মামলার দ্বিতীয় চার্জশিট বা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়ল। চার্জশিটে মোট তিনজনের নাম রয়েছে।চার্জশিটে নাম রয়েছে আলি ইমাম, শাহী ইমাম ও কৌশিক ঘোষের। নিয়োগ মামলায় গ্রেফতার হওয়া বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ঘনিষ্ঠ এজেন্ট বলেই পরিচিত। পরবর্তী চার্জশিটে জীবনকৃষ্ণ সাহার নাম থাকতে পারে বলেই সিবিআই সূত্রে খবর।
নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি গ্রেফতার করা হয়েছে জীবনকৃষ্ণ সাহাকে। তদন্তের সময় পুকুরে মোবাইল ছু়ড়ে ফেলে দিয়েছিলেন তিনি। এবার পুকুরে ফেলা ২টি মোবাইল ফোন থেকেই সমস্ত ডেটা উদ্ধার করতে পেরেছেন তদন্তকারীরা। উদ্ধার হয়েছে চ্যাট হিস্ট্রিও। সিবিআইয়ের দিল্লির ফরেনসিক ইউনিট থেকে ইতিমধ্যেই সেই খবর এসে পৌঁছেছে নিজাম প্যালেসে। নিয়োগ দুর্নীতি তদন্ত শুরু হওয়ার পর থেকে বেশ কিছু কথোপকথনের রেকর্ড বিধায়কের ফোন থেকে মুছে ফেলা হয়েছে বলেও মনে করছেন তদন্তকারীরা।
আরও পড়ুন – এই সব রুটে বন্ধ হয়ে গেল বন্দে ভারত এক্সপ্রেস
গত বছরের নভেম্বর মাসে নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই আরও একটি চার্জশিট জমা দিয়েছিল। নবম-দশমের নিয়োগ সংক্রান্ত সেই মামলার চার্জশিটে নাম ছিল ১২ জনের। সেই তালিকায় ছিলেন শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তবে সেই তালিকায় ছিল না পার্থ চট্টোপাধ্য়ায়ের। এসএসসির প্রাক্তন প্রোগ্রামিং অফিসার পর্ণা বসুরও নাম ছিল সেখানে। প্রসন্ন রায়, প্রদীপ সিং, ইমাম মোমিনদের নামও ছিল সেই চার্জশিটে।