Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
তুরস্কে ১০ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বার কম্পন, এ বার দেশের অন্য প্রান্তে

তুরস্কে ১০ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বার কম্পন, এ বার দেশের অন্য প্রান্তে l

তুরস্কে ১০ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বার কম্পন, এ বার দেশের অন্য প্রান্তে l

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

তুরস্কে ১০ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বার কম্পন, এ বার দেশের অন্য প্রান্তে l ভোর ৪টে নাগাদ প্রবল ঝাঁকুনিতে ধড়ফড়িয়ে উঠেছিল তুরস্ক দেশটার উত্তর দিক। কম্পনের মাত্রা ছিল ৭.৮। দুপুর দেড়টা নাগাদ প্রায় ততটাই তীব্র কম্পন অনুভূত হল দক্ষিণ তুরস্কে। সোমবার দুপুরে ওই কম্পন যখন হয়েছে, তখন ভারতীয় সময় চারটেl

ভোরবেলার আতঙ্কের পর মৃতদেহ গোনা শেষ হয়নি তখনও। দুপুর দেড়টা নাগাদ উদ্ধারকাজ চলছে ঠিকই, কিন্তু তুরস্কের প্রশাসন ভেবে পাচ্ছে না কোথা থেকে শুরু করে কোথায় গিয়ে শেষ হবে উদ্ধারকাজ। এর মধ্যেই আবার দুলুনি! সকালের মতোই তীব্র ঝাঁকুনি দিয়ে আরও একবার কেঁপে উঠল তুরস্ক।

 

 

 

এ বার অবশ্য দেশের অন্য প্রান্তে। ভোরবেলায় তুরস্কের উত্তর-পূর্ব ভাগ আক্রান্ত হয়েছিল। দুপুরে কাঁপল তুরস্কের দক্ষিণ-পূর্ব প্রান্ত এবং প্রতিবেশী সিরিয়ারও কিছু কিছু এলাকা।সোমবার দুপুরে ওই কম্পন যখন হয়েছে, তখন ভারতীয় সময় ৪টে। কিছু ক্ষণ আগেই তুরস্ক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রথম বারের কম্পনের ধাক্কায় মৃতের সংখ্যা ১৩০০ ছুঁয়েছে। তবে দ্বিতীয় বারের কম্পনের জেরে নতুন করে কী ক্ষয়ক্ষতি হয়েছে, তা স্পষ্ট করেনি তুরস্ক প্রশাসন। ইস্তানবুলের কান্দিল্লি মানমন্দির শুধু জানিয়েছে, ভোরবেলার থেকে খুব একটা কম ছিল না এই দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতা। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭.৫। প্রথম কম্পনটির মাত্রা ৭.৮।স্থানীয় সময় দুপুর ১টা ২৪ মিনিটে ভূমিকম্প হয়। কাহরামানমারাস প্রদেশে ছিল ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল।

 

 

আরও পড়ুন – লাল্টু শেখের মৃত্যুতে ফুঁসছে বীরভূম, মৃত TMC কর্মীর দেহ ফেলে বিক্ষোভ বাসিন্দাদের…

 

 

১৯৩৯ সালের পর তুরস্ক এমন ভয়াবহ ভূকম্প দেখেনি। ভূমিকম্পের ফলে প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে তুরস্ক এবং সিরিয়া। যদিও একটি সূত্রে এমনও জানা গিয়েছে সোমবার ভোরে প্রথম বার কম্পনের ১১ থেকে ১৫ মিনিটের ব্যবধানে দ্বিতীয় বার কেঁপে ওঠে লেবানন, সিরিয়া এবং সাইপ্রাসের বিভিন্ন অংশ। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)-র মতে, এই কম্পনের তীব্রতা ছিল ৬.৭। সে ক্ষেত্রে এটি তুরস্ক-সিরিয়ায় হওয়া তৃতীয় কম্পন। তুরস্কে ১০ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বার কম্পন, এ বার দেশের অন্য প্রান্তে l ভোর ৪টে নাগাদ প্রবল ঝাঁকুনিতে ধড়ফড়িয়ে উঠেছিল তুরস্ক দেশটার উত্তর দিক। কম্পনের মাত্রা ছিল ৭.৮। দুপুর দেড়টা নাগাদ প্রায় ততটাই তীব্র কম্পন অনুভূত হল দক্ষিণ তুরস্কে। সোমবার দুপুরে ওই কম্পন যখন হয়েছে, তখন ভারতীয় সময় চারটেl

 

(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মূহুর্তে ফলো করুন facebook পেজ এবং youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top