বরখাস্ত হওয়া ছাত্র ক্যাম্পাসে ঢুকে ভয় দেখান পড়ুয়াদের! যাদবপুর কাণ্ডের পর এ বার র্যাগিং নিয়ে তৎপর আলিয়া বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু, কার্যত শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিস্থিতি নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। সামনে এসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতি। আর সেই ঘটনার জেরে এবার নড়েচড়ে বসল অন্য প্রতিষ্ঠানগুলিও। নিউ টাউনের আলিয়া বিশ্ববিদ্যালয়েও উঠল গুরুতর অভিযোগ। যে ছাত্রকে বরখাস্ত করা হয়েছিল, তিনি কীভাবে ক্যাম্পাসে অবাধে ঘুরে বেড়াচ্ছেন? তা নিয়েই উঠেছে প্রশ্ন। বুধবার এই নিয়েই বৈঠক শুরু হয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয়ে। পুলিশ প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৈঠকে বসেছে এদিন। অভিযোগ, গত মে মাসে ইসলামিক থিওলজির স্নাতকোত্তরের চতুর্থ সেমিস্টারের ছাত্র আব্দুস সালাম র্যাগিং-এর শিকার হন। অভিযোগ ওঠে আহসান উল্লাহ মিদ্দা নামে এক ছাত্রের বিরুদ্ধে।
অ্যান্টি র্যাগিং কমিটির সেই বৈঠকে উপস্থিত রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও স্থানীয় পুলিশ প্রশাসন। দুপুর তিনটে থেকে শুরু হয়েছে সেই বৈঠক। অভিযোগকারী ও অভিযুক্ত ওই দুই ছাত্রকে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হওয়ার কথা বলেছিল কর্তৃপক্ষ। মেল করে তলব করা হয় তাঁদের। সেইমতো বুধবার তাঁরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হয়েছেন। দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর।
অভিযোগ, গত মে মাসে ইসলামিক থিওলজির স্নাতকোত্তরের চতুর্থ সেমেস্টারের ছাত্র আব্দুস সালাম র্যাগিং-এর শিকার হন। অভিযোগ ওঠে আহসান উল্লাহ মিদ্দা নামে এক ছাত্রের বিরুদ্ধে। চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি ছয় মাসের জন্য আহসান উল্লাহ মিদ্দাকে বরখাস্ত করা হয়েছিল বলে জানা গিয়েছে। প্রশ্ন হল, বরখাস্ত হওয়ার পরও কীভাবে দিনের পর দিন বিশ্ববিদ্যালয় ঘুরে বেড়াচ্ছেন আহসান উল্লাহ মিদ্দা? অন্য পড়ুয়াদের হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে ওই ছাত্রের বিরুদ্ধে।
( সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)