দোলের দিনেই কেষ্টকে নিয়ে দিল্লি রওনা দেবে ইডি, দিল্লি যাওয়া কি সময়ের অপেক্ষা?

দোলের দিনেই কেষ্টকে নিয়ে দিল্লি রওনা দেবে ইডি, দিল্লি যাওয়া কি সময়ের অপেক্ষা? আর একটি মাত্র রাতের অপেক্ষা। দোলের দিনই কলকাতায় নিয়ে আসা হবে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। রাজ্য পুলিশের তত্ত্বাবধানেই কলকাতায় (Kolkata) নিয়ে আসা হবে অনুব্রতকে। তারপর মঙ্গলবারই জোকা ইএসআই হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। হাসপাতাল থেকে ‘ফিট’ সার্টিফিকেট পেলেই অনুব্রতকে ইডি (ED)-র হাতে হস্তান্তর করবে রাজ্য পুলিশ। অর্থাৎ হাসপাতাল থেকে ফিট সার্টিফিকেট পেলেই অনুব্রতর আর দিল্লি যাত্রার ব্যাপারে কোনও আপত্তি থাকবে না।

 

 

 

আসানসোল জেল সূত্রে জানা গিয়েছে, দোল পূর্ণিমার দিন অর্থাৎ মঙ্গলবার ভোরেই রাজ্য পুলিশের তত্ত্বাবধানে আসানসোল সংশোধনাগার থেকে অনুব্রত মণ্ডলকে কলকাতায় নিয়ে আসা হবে। তারপর বেলা ১১টা নাগাদ জোকা ইএসআই হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা হবে। সেখান থেকে ফিট সার্টিফিকেট পেলেই ইডি-র হাতে অনুব্রতকে হস্তান্তর করবে রাজ্য পুলিশ।রাজ্য পুলিশের তরফে অনুব্রতকে ইডি-র হাতে হস্তান্তর করা হলে তাঁর আর দিল্লি যেতে কোনও বাধা থাকবে না। ফলে বলাই যায়, অনুব্রতর দিল্লি যাওয়া প্রায় নিশ্চিত। তবে দোলের দিন অর্থাৎ আগামী কালই অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া হবে কিনা তা এখনও স্পষ্ট করেনি ইডি।

আরও পড়ুন – আমার নিরাপত্তার কথা ভাবুন, আশঙ্কা প্রকাশ করে এ বার রাজ্যপালকে চিঠি দিলেন…

 

তবে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার দিন এখনও স্পষ্ট না হলেও রাজধানীতে ইডি-র তৎপরতা শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার পর সোজা রাউজ অ্যাভিনিউ কোর্টে পেশ করবে ইডি। আদালতে অনুব্রতকে ১৪ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে ইডি। সেই আবেদন মঞ্জুর না হলে অন্তত ৭ দিনের হেফাজতে নিতে চাইবে। কেননা গরু পাচার মামলায় অনুব্রতকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা। এই মামলায় অন্যতম অভিযুক্ত সায়গল হোসেন (Saigal Hussain), এনামুল হক (Enamul Haque) বর্তমানে দিল্লিতে রয়েছে। তাদের সঙ্গে অনুব্রতকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চান ইডি গোয়েন্দারা। তাই অনুব্রতকে ইডি হেফাজতে নেওয়ার আবেদন আদালত মঞ্জুর করলে তাঁকে সরাসরি নিয়ে যাওয়া হবে প্রবর্তন ভবন, ইডি-র হেড কোয়ার্টারে। সেখানেই সায়গল হোসেন, এনামুল হকের মুখোমুখি বসিয়ে অনুব্রতকে ম্যারাথন জেরা করা হবে।

 

(সব খবর , ঠিক খবর ,প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook  পেজ এবং Yutube )