বিশ্বভারতীতে তৃণমূলের রাখি বন্ধন, অনুব্রতর (Anubratara) হুঙ্কার ‘পাগলামি ছাড়িয়ে দেব’

বিশ্বভারতীতে তৃণমূলের রাখি বন্ধন, অনুব্রতর (Anubratara) হুঙ্কার ‘পাগলামি ছাড়িয়ে দেব’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Anubratara
বিশ্বভারতীতে তৃণমূলের  রাখি বন্ধন, অনুব্রতর (Anubratara) হুঙ্কার 'পাগলামি ছাড়িয়ে দেব'
ছবি সংগ্রহে সাইন টিভি

 

রাখি বন্ধনের দিনেই ফের   বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে তোপ দাগলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত (Anubratara) মন্ডল।  উল্লেখ্য, আর  আগেও ক্ষোভ উগরে দিতে দেখা গেছে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে।বিশ্বভারতীর কাজকর্মের সঙ্গে বিজেপিকে জড়িয়ে ফেলার অভিযোগ তুলেছেন অনব্রত।

 

উপাচার্যকে আগেই ‘পাগল’ বলে কটাক্ষ করেছিলেন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি। ঘোষণা করেছিলেন এবার বিশ্বভারতীর অন্দরে তৃণমূলের ব্যানার নিয়ে হবে অনুষ্ঠান। রাখি পূর্ণিমার দিন সে সাজ সেরে ফেললেন জেলার দোর্দন্ড প্রতাপ তৃণমূল নেতা। রবিবার রাখি পূর্ণিমার দিনই বিশ্বভারতীতে উপাসনা গৃহের সামনে তৃণমূলের ব্যানার নিয়ে অনুষ্ঠান করলেন দলীয় কর্মীরা।

 

এদিন অনুষ্ঠানের  ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত (Anubratara) মন্ডলের ছবিও ছিল। এখানেই থামেননি বীরভূমের তৃণমূল সভাপতি। পার্টি অফিসে বসে এদিন ফের একবার অনুব্রতকে বলতে শোনা যায়, এবার উপাচার্যের বাড়ি ও দফতরের সামনেও সভা করবে তৃণমূল কংগ্রেস।

 

প্রসঙ্গত বুধবার বিশ্বভারতীর রবীন্দ্রভবনে উপস্থিত হয়ে সেন্ট্রাল লাইব্রেরির অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে তড়িঘড়ি সম্মান জানানোর জন্য অনুষ্ঠানের আয়োজন করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর তাতে হাজির হয়েছিলেন বীরভূম জেলার বিজেপি নেতারা। তাঁরা কেন প্রতিমন্ত্রীর সঙ্গে এলেন?‌ উঠেছে প্রশ্ন। এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

 

আর ও পড়ুন    থালাপতি বিজয় (Thalapati Vijay) তাঁর ৬৬তম সিনেমার জন্য পারিশ্রমিক নিচ্ছেন ১২০ কোটি টাকা

 

প্রতিমন্ত্রীর অনুষ্ঠানের পর অনুব্রত (Anubratara) মন্ডল ঘোষণা করেন এবার বিশ্বভারতীতে প্রোগ্রাম করবে তৃণমূল কংগ্রেস, এরপরই আজকের এই কর্মসূচি। আর সেই মতই আজকে দেখা গেল চিত্র। রবিবার সকালে বিশ্বভারতী কর্তৃপক্ষ রাখি বন্ধন উৎসব পালন না করলেও, রাজ্যের শাসক দল তৃণমূল থেকে রবীন্দ্র প্রথা মেনে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। বিশ্বভারতীর উপাসনা গৃহের সামনে হাতে ব্যানার নিয়ে অনুষ্ঠান করল তৃণমূল। ব্যানারে ছিল অনুব্রত মণ্ডল, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি।

 

রবিবার সকালে বোলপুর পুরসভার নবগঠিত ২ নম্বর ওয়ার্ড কমিটির তরফে মমতা বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহর ছবি দেওয়া পোস্টার নিয়ে মিছিল শুরু হয়। বিশ্বভারতীর একাধিক প্রাক্তন পড়ুয়া ছাড়াও বর্তমান ছাত্র-ছাত্রীদেরও মিছিলে যোগ দিতে দেখা যায়। শোভাযাত্রা যায় বিশ্বভারতীর উপাসনাগৃহ পর্যন্ত।

 

সেখানেই দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ গান বর্ণাঢ্য অনুষ্ঠান হয়। এমনকি বিশ্বভারতীর অন্দরমহল বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যেই তৃণমূলের পতাকা লাগাতে দেখা যায় কর্মীদের। এই নিয়ে অনুব্রত মণ্ডল বলেন, ‘উপাচার্যের বাড়ি ও দফতরের সামনে এবার তৃণমূল সভা করবে।’

 

বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের দাবি, বিশ্বভারতী চত্বরে রাখি বন্ধন অনুষ্ঠান হয়েছে রাজ্য সরকারের রাস্তার উপরে। এবার বিশ্বভারতীতে অনুষ্ঠান হবে, তবে উপাচার্যেক দফতরের সামনে। উপাচার্যের বাড়ির সামনে তৃণমূল প্রোগ্রাম করবে।

 

উল্লেখ্য, বরাবরই তাঁর নানা মন্তব্যে রাজনীতিতে শোরগোল পড়ে যায়। সেখানে দাঁড়িয়ে  এদিনের মন্তব্যে অনুব্রত ফের বুঝিয়ে দিলেন তিনি আছেন তার জায়গাতেই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top