শুটিং করতে গিয়ে আহত, কাঁধে গুরুতর চোট পেলেন অনুপম,

শুটিং করতে গিয়ে আহত, কাঁধে গুরুতর চোট পেলেন অনুপম,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শুটিং করতে গিয়ে আহত, কাঁধে গুরুতর চোট পেলেন অনুপম, মাস কয়েক আগে ‘প্রজেক্ট কে’ ছবির শুটিং করতে গিয়ে পাঁজরে চোট পান অমিতাভ বচ্চন। এ বার নিজের পরবর্তী ছবির শুটিং করতে গিয়ে কাঁধে চোট পেলেন ৬৮ বছর বয়সি অভিনেতা অনুপম খের। ‘বিজয় ৬৯’ নামক একটি স্পোর্টস ড্রামায় দেখা যাবে অভিনেতাকে। তার শুটিংয়েই এই বিপত্তি। কাঁধে চোট পাওয়ার পর ব্যান্ডেজ জড়ানো ছবি দিয়ে লেখেন, ‘‘ছবির বিষয় খেলাধুলা আর তুমি আহত হবে না, তা-ও হয় নাকি! তবে ভীষণ রকম চোট পেয়েছি কাঁধে।’’

 

 

 

 

 

 

 

অনুপমের কথায়, ‘‘চোট পেয়েছি শোনামাত্রই মা খানিকটা বকুনি দিয়ে বললেন, ‘আরও বিনা পোশাকে শরীর দেখাও সকলকে! কুনজর পড়েছে তোমার উপর।’ আমিও কম যাই না! মাকে পাল্টা বললাম, ‘যুদ্ধক্ষেত্রে সৈনিকরাই একমাত্র ধরাশায়ী হয়।’ শুনেই চড় কষাতে যাচ্ছিলেন মা।’’

 

 

 

 

অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর শুভানুধ্যায়ী-সহ ইন্ডাস্ট্রির সতীর্থরা। নীনা গুপ্ত উৎকণ্ঠা প্রকাশ করেছেন, আলিয়া ভট্টের মা সোনি রাজদানও আরোগ্য কামনা করেছেন। চাঙ্কি পাণ্ডে অনুপমের দ্রুত আরোগ্য কামনা করে লিখেছেন, ‘‘তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।’’

 

 

 

 

আরও পড়ুন –  সাপ্তাহিক কাজের হিসাব না পেয়ে রাজভবন চিঠি দিল উপাচার্যদের! পাল্টা প্রশ্ন শিক্ষামন্ত্রীর,

 

 

 

ছোটবেলা থেকেই চোট পেলে মায়ের কথা মনে পড়ে অভিনেতার। এ বারেও তার ব্যাতিক্রম হয়নি। তবে মা দুলারি খেরের কাছে যাওয়ার পর যা ঘটল, সে কথাও সমাজমাধ্যমের পাতায় লিখলেন অভিনেতা। অভিনেতা চোট পেয়েছেন দেখে রীতিমতো ধমক দিলেন তাঁর মা। শুধু তা-ই নয়, ছেলের কথা শুনে প্রায় চড় মারতে যান।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top