সোনা-রুপোর দোকানে ভাঙচুর, লুটপাট ও মালিককে মারধরের ঘটনায় পুলিস একজন গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে আউশগ্রাম থানা এলাকায়। ধৃতের নাম ভুলু বাগদি ওরফে কটা। আউশগ্রামের পশ্চিমপাড়ায় তার বাড়ি। পুলিস জানিয়েছে, আউশগ্রাম থানার দখলগঞ্জের বাসিন্দা জয়ন্ত দেকর্মকারের আউশগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় সোনা-রুপোর দোকান রয়েছে। সোমবার বিকেলে ভুলু সহ কয়েকজন তাঁর দোকানে হামলা চালায়।
দোকানের মালিককে মারধর করে। দোকানের আসবাবপত্র ভাঙচুর করা হয়। ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে পালায় হামলাকারীরা। মারধরে জখম জয়ন্তর বননবগ্রাম হাসপাতালে চিকিৎসা করানো হয়। পরে তিনি নিজেই ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। এরপর সোমবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে মঙ্গলবার বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে বুধবার ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম।
আরও পড়ুন – ২০২২ শেষে ফিরে দেখা নিয়োগ দুর্নীতি
উল্লেখ্য, সোনা-রুপোর দোকানে ভাঙচুর, লুটপাট ও মালিককে মারধরের ঘটনায় পুলিস একজন গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে আউশগ্রাম থানা এলাকায়। ধৃতের নাম ভুলু বাগদি ওরফে কটা। আউশগ্রামের পশ্চিমপাড়ায় তার বাড়ি। পুলিস জানিয়েছে, আউশগ্রাম থানার দখলগঞ্জের বাসিন্দা জয়ন্ত দেকর্মকারের আউশগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় সোনা-রুপোর দোকান রয়েছে।
সোমবার বিকেলে ভুলু সহ কয়েকজন তাঁর দোকানে হামলা চালায়। দোকানের মালিককে মারধর করে। দোকানের আসবাবপত্র ভাঙচুর করা হয়। ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে পালায় হামলাকারীরা। মারধরে জখম জয়ন্তর বননবগ্রাম হাসপাতালে চিকিৎসা করানো হয়। পরে তিনি নিজেই ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। এরপর সোমবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে মঙ্গলবার বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে বুধবার ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম।