অবৈধ পাখি সহ গ্রেপ্তার ২

অবৈধ পাখি সহ গ্রেপ্তার ২

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

অবৈধ পাখি সহ গ্রেপ্তার ২। ৩০ টি অবৈধ পাখি সহ দুজনকে দক্ষিণেশ্বর এলাকা থেকে গ্রেপ্তার করে বারাসত রথতলা রেঞ্জ অফিসে নিয়ে আসলো বনদপ্তর। ২৪ ঘন্টার মধ্যে ধৃত দুজনকে আদালতে পেশ করা হবে বলে জানালেন বারাসত বনদপ্তর আধিকারিক।বনদপ্তর সূত্র মারফৎ জানা যায় শেখ রফিকুল রহমান ও আব্দুল্লাহ মল্লিক এরা দুজনই বাড়িতে আলেকজান্ডার টিয়া সহ বিভিন্ন পাখি রাখে,তাদের ব্রিডিংও করায় বাড়িতে।সেই টিয়া পাখির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়ে বিক্রির উদ্দেশ্যে।

 

নিজেদের পাখি বিক্রি করার জন্য একটি ইউটিউব চ্যানেলেও আছে,সে চ্যানেলে তারা ফোন নম্বর দিয়ে পাখি বিক্রির প্রচার করতে থাকে। এদের বাড়ি হুগলি জেলার হরিপাল থানা এলাকার বাসিন্দা। সোশ্যাল মিডিয়ার মারফত একটি অভিযোগ আসে বারাসত রেঞ্চ অফিসে।সেইমত বনদপ্তর তদন্তে নামে।দুজনের সাথে ক্রেতা সেজে যোগাযোগ করা হয়,এবং দক্ষিণেশ্বর এলাকায় পাখি নিয়ে আসতে বলা হয়।

 

সেইমত দুজনে আসে,হাতেনাতে দুজনকে ধরে ফেলে বনদপ্তরের কর্মীরা।তাদের কাছ থেকে ৯টি আলেকজান্ডার টিয়া পাখির বাচ্ছা,৪টি বড় টিয়া এবং জাভা পাখি উদ্ধার হয়।বাচ্চা সহ মোট ৩০ টি পাখি উদ্ধার করে বনদপ্তর। এদের সাথে আরও বড় কোন চক্র যুক্ত থাকতে পারে বলে বনদপ্তরের ধারণা।হুগলি জেলায় তাদেত বাড়িতেও তল্লাশি চালানো হবে বলে জানা যায়।আগামী ২৪ ঘন্টার মধ্যে ধৃত দুজনকে আদালতে পেশ করা হবে।

আরও পড়ুন – বিজেপির গঙ্গা আরতিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বাবুঘাট

উল্লেখ্য, ৩০ টি অবৈধ পাখি সহ দুজনকে দক্ষিণেশ্বর এলাকা থেকে গ্রেপ্তার করে বারাসত রথতলা রেঞ্জ অফিসে নিয়ে আসলো বনদপ্তর।২৪ ঘন্টার মধ্যে ধৃত দুজনকে আদালতে পেশ করা হবে বলে জানালেন বারাসত বনদপ্তর আধিকারিক।বনদপ্তর সূত্র মারফৎ জানা যায় শেখ রফিকুল রহমান ও আব্দুল্লাহ মল্লিক এরা দুজনই বাড়িতে আলেকজান্ডার টিয়া সহ বিভিন্ন পাখি রাখে,তাদের ব্রিডিংও করায় বাড়িতে।সেই টিয়া পাখির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়ে বিক্রির উদ্দেশ্যে।

 

নিজেদের পাখি বিক্রি করার জন্য একটি ইউটিউব চ্যানেলেও আছে,সে চ্যানেলে তারা ফোন নম্বর দিয়ে পাখি বিক্রির প্রচার করতে থাকে। এদের বাড়ি হুগলি জেলার হরিপাল থানা এলাকার বাসিন্দা। সোশ্যাল মিডিয়ার মারফত একটি অভিযোগ আসে বারাসত রেঞ্চ অফিসে।সেইমত বনদপ্তর তদন্তে নামে।দুজনের সাথে ক্রেতা সেজে যোগাযোগ করা হয়,এবং দক্ষিণেশ্বর এলাকায় পাখি নিয়ে আসতে বলা হয়।সেইমত দুজনে আসে,হাতেনাতে দুজনকে ধরে ফেলে বনদপ্তরের কর্মীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top