ছেলের হাতে মা খুন, গ্রেফতার (Arrested) ছেলে

ছেলের হাতে মা খুন, গ্রেফতার (Arrested) ছেলে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Arrested
ছেলের হাতে মা খুন,  গ্রেফতার (Arrested) ছেলে
ছবি সংগ্রহে সাইন টিভি

 

ছেলের হাতে খুন হল মা। নেশাগ্রস্ত অবস্থায় মায়ের উপর চড়াও হয়ে মা-কে পিটিয়ে খুন করল ছেলে। যদিও একাজ করে রেহাই পায়নি ছেলে। তাঁকে গ্রেফতার (Arrested) করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার চাঁদাবিলা গ্রাম পঞ্চায়েতের তপোবনের দরখুলি গ্রামে। পুলিশ জানায়, মৃতের নাম আরতি ভুক্তা (৫০)। তাঁর ছোট ছেলে নেশাগ্রস্ত অবস্থায় আরতীদেবীকে পিটিয়ে খুন করেন বলে অভিযোগ। তাঁকে গ্রেফতার (Arrested) করা হয়েছে। মাকে খুন করার অভিযোগে ধৃত দূর্গা ভুক্তাকে শুক্রবার ঝাড়গ্রাম আদালতে তোলে পুলিশ । আদালতের ভারপ্রাপ্ত বিচারক ধৃতকে ৩ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।

 

আর ও পড়ুন    অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) দেহরক্ষীর বার্ষিক আয় দেড় কোটি টাকা!‌

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরতী ভুক্তার দুই ছেলে। তার মধ্যে বড় ছেলে অন্যত্র থাকে। প্রায় প্রতিদিন রাতেই মদ্যপ হয়ে বাড়ি ঢুকতেন ছোট ছেলে দুর্বা। বৃহস্পতিবার রাতেও তার ব্যতিক্রম ঘটেনি। তবে বৃহস্পতিবার দুর্বা বেশি নেশাগ্রস্ত হয়ে পড়েন বলে প্রতিবেশীরা জানিয়েছেন।

 

তারপর বাড়িতে ঢুকেই দুর্বা ও দুর্বার স্ত্রীর ঝগড়ার মাঝখানে মা বোঝাতে গেলে ছেলের হাতেই প্রাণ হারাতে হল মা কে। মায়ের উপর চড়াও হন তিনি। ছেলের সঙ্গে পেরে উঠতে পারেননি মা। অবশেষে ছেলের বেধড়ক মারধরে প্রাণ যায় বৃদ্ধা মায়ের।

 

আরতী দেবীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতে দেরি হয়নি। এরপর স্থানীয় বাসিন্দারাই নয়াগ্রাম থানায় খবর দেন। তারপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্বা কে গ্রেফতার (Arrested) করে। আরতীদেবীর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। দূর্বা কেন তাঁর মা-কে খুন করলেন, সে বিষয়ে তদন্ত শুরু করেছে নয়াগ্রাম থানার পুলিশ। ঠিক কী হয়েছিল খতিয়ে দেখছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top