৯৮০ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার ( Arrested ) দুই। ১ কোটি ৯৬ লক্ষ টাকা মূল্যের ৯৮০ গ্রাম ব্রাউন সুগার সহ দুইজনকে গ্রেফতার ( Arrested ) করলো শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ।। গতকাল বিকেলে ভক্তিনগর থানার সহযোগিতা ও স্পেশাল অপারেশন গ্রুপ ৯৮০ গ্রাম ব্রাউন সুগার সহ দুজনকে গেপ্তার ( Arrested ) করলো sog ধৃত ব্যক্তির দের নাম মোঃ ইয়াকুব খান বাড়ি মালদা জেলার ইমামজাগীর থানা এলাকা ও কাজল শাহ, মাটিগারা থানার বিশ্বাস কলোনির বাসিন্দা। দুই ব্যক্তির কাছ থেকে ৯৮০ গ্রাম ব্রাউন সুগার সহ একটি ব্যাগে করে এই বাউন সুগার গুলি নিয়ে আসছিল। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের মূল্য ১ কোটি ৯৬ লক্ষ টাকা। অভিযুক্ত দুজন কে NDPS আইনের অধীনে একটি নির্দিষ্ট মামলা শুরু করা হয়েছে। আজ দুজনকেই জলপাইগুড়ির আদালতের পাঠানো হয়।
আর ও পড়ুন ঘরের মধ্যেই গৃহবধূকে হত্যা করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ
উল্লেখ্য ,১ কোটি ৯৬ লক্ষ টাকা মূল্যের ৯৮০ গ্রাম ব্রাউন সুগার সহ দুইজনকে গ্রেফতার করলো শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ।। গতকাল বিকেলে ভক্তিনগর থানার সহযোগিতা ও স্পেশাল অপারেশন গ্রুপ ৯৮০ গ্রাম ব্রাউন সুগার সহ দুজনকে গেপ্তার করলো sog ধৃত ব্যক্তির দের নাম মোঃ ইয়াকুব খান বাড়ি মালদা জেলার ইমামজাগীর থানা এলাকা ও কাজল শাহ, মাটিগারা থানার বিশ্বাস কলোনির বাসিন্দা।
দুই ব্যক্তির কাছ থেকে ৯৮০ গ্রাম ব্রাউন সুগার সহ একটি ব্যাগে করে এই বাউন সুগার গুলি নিয়ে আসছিল। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের মূল্য ১ কোটি ৯৬ লক্ষ টাকা। অভিযুক্ত দুজন কে NDPS আইনের অধীনে একটি নির্দিষ্ট মামলা শুরু করা হয়েছে।আজ দুজনকেই জলপাইগুড়ির আদালতের পাঠানো হয়।
উল্লেখ্য, ৯৮০ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার দুই। ১ কোটি ৯৬ লক্ষ টাকা মূল্যের ৯৮০ গ্রাম ব্রাউন সুগার সহ দুইজনকে গ্রেফতার করলো শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ।। গতকাল বিকেলে ভক্তিনগর থানার সহযোগিতা ও স্পেশাল অপারেশন গ্রুপ ৯৮০ গ্রাম ব্রাউন সুগার সহ দুজনকে গেপ্তার করলো sog ধৃত ব্যক্তির দের নাম মোঃ ইয়াকুব খান বাড়ি মালদা জেলার ইমামজাগীর থানা এলাকা ও কাজল শাহ, মাটিগারা থানার বিশ্বাস কলোনির বাসিন্দা। দুই ব্যক্তির কাছ থেকে ৯৮০ গ্রাম ব্রাউন সুগার সহ একটি ব্যাগে করে এই বাউন সুগার গুলি নিয়ে আসছিল। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের মূল্য ১ কোটি ৯৬ লক্ষ টাকা। অভিযুক্ত দুজন কে NDPS আইনের অধীনে একটি নির্দিষ্ট মামলা শুরু করা হয়েছে। আজ দুজনকেই জলপাইগুড়ির আদালতের পাঠানো হয়।