গোপীবল্লভপুরের বিধায়কের উপর হামলার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৪

গোপীবল্লভপুরের বিধায়কের উপর হামলার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৪। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের বিধায়কের উপর হামলার চেষ্টার অভিযোগে ঝাড়গ্রাম থানার পুলিশ ৪ জন দুষ্কৃতিকে গ্রেপ্তার করেছে। রবিবার রাতে গোপীবল্লভপুর থেকে ঝাড়গ্রামে ফেরার সময় ওই দুষ্কৃতীরা ঝাড়গ্রাম ব্লকের লোধাশুলির কাছে রাস্তার উপর বাইক রেখে বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতোর গাড়ি আটকে একটি স্পঞ্জ আায়রন কারখানার জমি সংক্রান্ত বিষয় থেকে সরে যাওয়ার হুমকি দেয়।

 

অভিযোগ, স্থানীয় বাসিন্দারা গোপীবল্লভপুরের বিধায়ককে তার বিধানসভা এলাকার একটি স্পঞ্জ আয়রন কারখানার বিরুদ্ধে স্থানীয় উপজাতি সম্প্রদায়ের এবং বন বিভাগের জমি জোর করে দখল করার এবং ওই সব জমির একাধিক নকল দলিল তৈরি করে বিভিন্ন ব্যাংকে মডগেজ দিয়ে টাকা বিদেশে পাচার করার অভিযোগ জানান।

 

গ্রামবাসীরা এর আগে ঝাড়গ্রাম আদালতেও ওই কারখানার বিরুদ্ধে  বেআইনিভাবে জমি কারবার করার অভিযোগ জানিয়েছিলেন। অভিযোগ পাওয়ার পর বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো বিষয়টি প্রশাসনের বিভিন্ন স্তরে জানান। এরপর থেকে বেআইনি জমি কারবারে কিছুটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। জমি কারবারের দালাল চক্র তাতে কিছুটা অসুবিধায় পড়ে। রবিবার রাতে গোপীবল্লভপুর থেকে ঝাড়গ্রামে ফেরার সময় লোধাশুলির কাছে দুটি বাইকে পাঁচজন দুষ্কৃতি রাস্তা আটকে আক্রমন করার চেষ্টা করে।

আরও পড়ুন – নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় কেউ জীবিত নেই

বিধায়কের আপ্ত সহায়ক এবং নিরাপত্তারক্ষী গাড়ি থেকে নেমে তাদের সাথে কথা বলতে গেলে তাদের উপর চড়াও হয়ে ব্যাঙ্ক ফ্রড এবং বে আইনি জমি কারবারের তদন্ত থেকে বিধায়ককে সরে যাওয়ার হুমকি দিতে থাকে। খবর পয়ে  ঝাড়গ্রাম থানা ও মানিকপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতিরা চম্পট দেয়। রাতে অভিযান চালিয়ে পুলিশ চার জনকে গ্রেপ্তার করে। সোমবার তাদের ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক তাদের তিন দিনের পুলিশ হপাজতের নির্দেশ দেন।

 

উল্লেখ্য, গোপীবল্লভপুরের বিধায়কের উপর হামলার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৪। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের বিধায়কের উপর হামলার চেষ্টার অভিযোগে ঝাড়গ্রাম থানার পুলিশ ৪ জন দুষ্কৃতিকে গ্রেপ্তার করেছে। রবিবার রাতে গোপীবল্লভপুর থেকে ঝাড়গ্রামে ফেরার সময় ওই দুষ্কৃতীরা ঝাড়গ্রাম ব্লকের লোধাশুলির কাছে রাস্তার উপর বাইক রেখে বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতোর গাড়ি আটকে একটি স্পঞ্জ আায়রন কারখানার জমি সংক্রান্ত বিষয় থেকে সরে যাওয়ার হুমকি দেয়।