দিল্লি বাড়ছে যমুনার জল, জমা জল নিয়েও শুরু রাজনীতি, হরিয়ানাকে দুষল আপ সরকার

দিল্লি বাড়ছে যমুনার জল, জমা জল নিয়েও শুরু রাজনীতি। হরিয়ানাকে দুষল আপ সরকার। জমা জলেও মিশল রাজনীতির রং! শুক্রবারই দিল্লির শাসক দল আম আদমি পার্টির তরফে দাবি করা হয়, হরিয়ানা (Haryana) থেকে ইচ্ছে করে জল ছাড়া হচ্ছে, যার ফলে প্লাবিত হচ্ছে দিল্লি। কেন্দ্রের শাসক দল বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে আপ (AAP) সরকার বলে, বিজেপি (BJP) হরিয়ানা সরকারকে ব্যবহার করে হাথনি কুণ্ড (Hathni Kund Barrage) থেকে জল ছাড়া হচ্ছে। পাল্টা জবাব দিয়েছে হরিয়ানা সরকারও। প্রতিবেশী রাজ্যের তরফে বিবৃতি জারি করে বলা হয়, আপের দাবি বিভ্রান্তিমূলক। ১ লক্ষ কিউসেক জল পশ্চিম যমুনা বা পূর্ব যমুনা ক্যানেলে ছাড়া সম্ভব ছিল না।

 

 

 

 

নাম না করেই আপ সরকারকে বিঁধে হরিয়ানার তরফে বলা হয়, “রাজনৈতিক দলের নেতারা সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে দাবি করছেন যয়ে হাথনি কুণ্ড ব্যারেজ থেকে যমুনা নদীতে জল ছাড়া হচ্ছে, কিন্তু পূর্ব ও পশ্চিম যমুনা খালে জল ছাড়া হচ্ছ্ না। এরফলে দিল্লিতে বন্যা হচ্ছে। বন্য়া মোকাবিলায় দিল্লি সরকার নিজের ব্যর্থতা ও গাফিলতি ঢাকতেই অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করছে।”

 

 

 

 

সেন্ট্রাল ওয়াটার কমিশনের গাইডলাইনের উল্লেখ করে হরিয়ানার মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা দেবেন্দ্র সিং বলেন, “যদি হাথনি কণ্ড ব্য়ারেজে ১ লক্ষ কিউসেকের বেশি জল থাকে, তবে পূর্ব ও পশ্চিম যমুনা খালে জল ছাড়া সম্ভব নয়, কারণ সেখানে বড় বড় বোল্ডার রয়েছে।”

 

 

 

আরও পড়ুন –  ফের মণিপুরের ব্যাঙ্কে লুট! মণিপুরে হিংসা এখনও অব্যাহত রয়েছে

 

 

 

 

যদি অন্যদিকে জল ছাড়া হত, তবে কী ক্ষতি হতে পারে, তাও হরিয়ানা সরকারের তরফে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, “পূর্ব ও পশ্চিম যমুনার খালে জল ছাড়লে ব্যারেজের কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই কারণেই প্রধান গেটগুলি বন্ধ রাখা হয়েছে এবং ক্রস রেগুলেটর গেটগুলি থেকে জল ছেড়ে যমুনা নদীর জলপ্রবাহ ঠিক রাখার চেষ্টা করা হচ্ছে।”