বন্দে ভারত এক্সপ্রেস মালদহে ঢুকতেই পুষ্প বৃষ্টি শুরু। পূর্ব রেলওয়ের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে শুক্রবার । এই ট্রেন মালদহ টাউন স্টেশনে পৌঁছায় ঠিক বিকাল সাড়ে পাঁচটায়। হাই-প্রোফাইল এই ট্রেনের অন্যতম স্টপেজ মালদহে। অর্থাত্ মালদহ রেল যোগাযোগের ক্ষেত্রে ভারতীয় রেলে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে।জেলার যাত্রীরা এই ট্রেনে সওয়ার হয়ে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে সহজেই পৌঁছে যেতে পারবেন।
দেশের দ্রুততম এবং আধুনিক সুবিধাযুক্ত এই ট্রেনকে স্বাগত জানাতে সাজো-সাজো রব মালদহ টাউন স্টেশনে । সকাল থেকেই স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে তৈরি করা হয়েছে অনুষ্ঠান মঞ্চ । লাগানো হয়েছে জায়েন্ট স্ক্রিন । ফুল ও বেলুনে কার্যত মুড়ে দেওয়া হয়েছে মালদহ স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি সবুজ পতাকা নেড়ে উদ্বোধন করার পর হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করে।মালদহ টাউন স্টেশনের জায়েন্ট স্ক্রিনে এই দৃশ্য দেখা যায় ।
আরও পড়ুন – কোন অস্থায়ী বনকর্মীকে স্থায়ী করা যাবে না, স্পষ্ট বার্তা জ্যোতিপ্রিয় মল্লিকের
ট্রেন উদ্বোধনের সময় থেকেই মালদহ টাউন স্টেশনেও শুরু হয় অনুষ্ঠান । সকাল সাড়ে এগাড়োটা নাগাদ হাওড়া স্টেশনে উদ্বোধনের পর বিকেল ৫-৩০ নাগাদ বন্দে ভারত এক্সপ্রেসের মালদহ টাউন স্টেশনে এসে পৌঁছায। ট্রেন স্টেশনে ঢুকতেই পুষ্প বৃষ্টি শুরু হয়। মালদহে যারা নামেন তাদেরকে ফুল মালা দিয়ে বরণ করা হয়। মালদহ টাউন স্টেশনে প্রায় দশ মিনিট ছিল বন্দে ভারত ।
এই ট্রেন যাত্রী ছিলেন ,জেলার সাংসদ খগেন মুর্ম, বিধায়ক গোপাল সাহা ও বিধায়ক শ্রী রূপা মিত্র চৌধুরী সহ জেলার বিশিষ্ট চিকিত্সক ,অধ্যাপক,আইনজীবীরা। ট্রেন থেকে নেমে সংসদ খগেন মুর্মু বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র মোদি দক্ষিণবঙ্গ সাথে উত্তরবঙ্গের যোগাযোগের জন্য আধুনিক সুবিধা যুক্ত গতি সম্পন্ন ট্রেন বন্ধে ভারত এক্সপ্রেস চালু করেছেন তার জন্য মালদহবাসীর পক্ষ থেকে আমরা তাকে অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রী মাতৃ বিয়োগের শোক নিয়েও পতাকা নেড়ে এই ট্রেনের উদ্বোধন করেন।