Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
Corona has pushed another 60 million people in Asia into 'extreme poverty'

আরও ৮ কোটি এশিয়ার (Asia) মানুষকে ‘চরম দরিদ্রতা’য় ঠেলে দিয়েছে করোনা

আরও ৮ কোটি এশিয়ার (Asia) মানুষকে ‘চরম দরিদ্রতা’য় ঠেলে দিয়েছে করোনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Asia
আরও ৮ কোটি এশিয়ার ( Asia ) মানুষকে ‘চরম দরিদ্রতা’য় ঠেলে দিয়েছে করোনা
ছবি সংগ্রহে সাইন টিভি

 

গত প্রায় দের বছর ধরে করোনার জেরে বিদ্ধস্ত গোটা বিশ্ব। ঠেলে দিয়েছে ‘চরম দরিদ্রতার দিকে।  গত বছরের তুলনায় করোনা ভাইরাস এশিয়ার ( Asia ) আরও প্রায় সাড়ে সাত কোটি থেকে আট কোটি মানুষকে ঠেলে দিয়েছে ‘চরম দরিদ্রতা’য় । মঙ্গলবার প্রকাশিত এশিয়ান উন্নয়ন ব্যাংক বা এডিবির এক নতুন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  প্রতিবেদনে বলা হয়, মহামারির কারণে (আর্থিক) বৈষম্য বেড়েছে; বিশেষ করে চরম দরিদ্রতা বেড়ে গেছে।

প্রতিদিন ১ দশমিক ৯০ ডলার আয় করা ব্যক্তিদের প্রতিবেদনে চরম দরিদ্রতার ক্যাটাগরিতে ফেলা হয়েছে।‘কি ইন্ডিকেটরস্ ফর এশিয়া ( Asia ) এন্ড দ্য প্যাসিফিক ২০২১’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, মহামারি এশিয়ার ( Asia ) ও প্রশান্তমহাসাগরীয় এলাকায় নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্র বা এসডিজি অর্জনকে হুমকিতে ফেলেছে।  প্রতিবেদন জানায়, এশিয়ার যেসব এলাকায় ক্ষুধা, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি দেখা গিয়েছিল, মহামারির কারণে সেগুলোর অগ্রগতিও স্তব্ধ হয়ে গেছে।

এডিবি তাদের ৪৯ আঞ্চলিক সদস্য দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক, সামাজিক ও পরিবেশগত পরিসংখ্যান বিস্তারিত মূল্যায়ন করে প্রতিবেদনটি প্রকাশ করেছে।  প্রতিবেদনে বলা হয়, এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর মোট জনসংখ্যার ৫ দশমিক ২ শতাংশ বা ২০ কোটি ৩০ লাখ মানুষ চরম দরিদ্রতায় জীবনযাপন করছেন (২০১৭ সাল পর্যন্ত)। যদি কোভিড-১৯ হানা না দিতো, তাহলে ২০২০ সাল নাগাদ এ হার ২ দশমিক ৬ শতাংশ হ্রাস পেতো।

আর ওপড়ুন    শিলিগুড়ির পর্যটনে বিশেষ আকর্ষণ বেঙ্গল সাফারিতে (Bengal Safari) ৪ বছরে ৭ টি বাঘ

 

এডিবির প্রধান অর্থনীতিবিদ ইয়াসুউকি সাওয়াদা বলেন, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল যতেষ্ট অগ্রগতি করছিল। কিন্তু কোভিড-১৯ এ অঞ্চলের যে আর্থ-সামাজিক চ্যুতি রেখাকে উন্মোচিত করেছে, যা অঞ্চলটির টেকসই এবং সর্বত্রব্যাপী উন্নয়নকে দুর্বল করে দিতে পারে।  এডিবির প্রধান অর্থনীতিবিদ জানান, ২০৩০ সালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পেতে হলে দারিদ্র ও দুর্বলদেরও অগ্রগতি নিশ্চিত করতে হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top